Boeing Layoff News: আমেরিকান বিমানসংস্থা বেশ কিছু মাস ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। এই কয়েক মাসে একশোরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে এই সংস্থা। মূলত ওয়াশিংটন এবং ক্যালিফোর্ণিয়ার অফিসে কর্মী ছাঁটাই (Layoff News) করেছে বোয়িং। সংবাদসূত্রে এই ছাঁটাইয়ের খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে ওয়ার্কফোর্স কমানোর সিদ্ধান্ত (Boeing Layoff News) জানানো হয়েছে। আর এই প্রতিবেদনে জানা গিয়েছে বোয়িং সংস্থা ওয়াশিংটনের অফিসে ৪০০ জন এবং ক্যালিফোর্নিয়ার অফিসে ৫০০ জন কর্মীকে ছাঁটাই করেছে।
এই কারণেই ছাঁটাই চলছে সংস্থায়
এই সংস্থার আর্থিক ও পরিচালন ব্যবস্থার সঙ্কটের কারণে ইতিমধ্যেই বোয়িং আগামীদিনে তার মোট কর্মীসংখ্যার ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিগত বেশ কয়েকমাসে কর্মী ছাঁটাই করেছে সংস্থা। দুই মাস ধরে সংস্থার কর্মীরা বহু জায়গায় ধর্মঘটে সামিল হয়েছেন। সংস্থার সিইও কেলি ওর্টবার্গ জানিয়েছেন যে ধর্মঘটের কারণে এই কর্মী ছাঁটাই করা হয়েছে। তবে পরে আরও কর্মী নিয়োগের জন্যই এই ছাঁটাই করা হচ্ছে।
এখন আরও কর্মী ছাঁটাই হবে
বোয়িং সংস্থা অক্টোবর মাসে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে এর আগেই, আর নভেম্বর মাসে ইতিমধ্যেই কর্মীদের সরাসরি জানানো হয়েছে যে কাকে কাকে অপসারিত করা হবে। স্টেট এমপ্লয়মেন্ট এজেন্সির জমা করা নোটিশে দেখা যাচ্ছে প্রথম ধাপের এই কর্মী ছাঁটাইয়ের কারণে চাকরি হারিয়েছেন ৩৫০০ জন আমেরিকান। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যানালিস্ট সব পদের কর্মীরাই এই সঙ্কটে রয়েছেন।
৩ মাসের বেতন দেওয়া হবে
সংস্থার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে ছাঁটাইয়ের পরেও পরপর দুমাস কর্মীরা পে-রোলে থাকবেন। এরপরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আরও কর্মীর চাকরি যেতে পারে। তবে এই কর্মীরা চাকরি হারানোর পরে টানা তিন মাস পর্যন্ত বেতন পেয়ে যাবেন। এমনকী এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিমার সুবিধাও পাবেন।
এর আগে এই বছরের মাঝামাঝি আরও কিছু সংস্থা কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে ঘোষণা করেছিল। এয়ারবাস সংস্থাও ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল এর আগে।এয়ারবাস সংস্থা জানিয়েছে যে ক্রমবর্ধমান ব্যয় ও প্রতিরক্ষা প্রকল্পে দেরি হওয়ার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এয়ারবাসকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: বিয়ের গয়না গড়াতে স্বস্তি মিলবে ? সোনার দামে আজ কী বদল ? দেখুন রেটচার্ট