BSE Record: বেশ কিছুদিন ধরেই তেজিভাব দেখা গিয়েছে বাজারে (BSE Market Cap)। লম্বা র‍্যালি থামেনি এখনও। আর ভারতের শেয়ার বাজার প্রতিদিনই নতুন নতুন উচ্চতা তৈরি করছে। নতুন অর্থবর্ষের শুরুতেই এক নতুন ঐতিহাসিক শিখরে পৌঁছে গেল ভারতের শেয়ার বাজার। সোমবার ৮ এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছাড়াল ৪০০ লক্ষ কোটি টাকা।


নতুন উচ্চতায় সেনসেক্স ও নিফটি সূচক


২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম দিনেই নয়া শিখর ছুঁয়েছিল ভারতীয় শেয়ার বাজার। বাজার খোলার পরেই তাঁর সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় সূচক। সোমবার সকালের সেশনে (BSE Market Cap) সেনসেক্স নতুন উচ্চতা ছুঁয়েছে। ৭৪,৬৭৩.৮৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে সেনসেক্স। নিফটি উঠেছে ২২,৬৩০ পয়েন্টে। আর আগের সপ্তাহেও এই দুই সূচকই আরও একটি রেকর্ড গড়েছিল। আর বিগত এক বছরের কথা বললে ভারতের শেয়ার বাজার ২৫-৩০ শতাংশ বেড়েছে সম্পদের মূল্যে।


আপার সার্কিট আজ প্রায় ২০০টি শেয়ারে


আজ সোমবার সকালের সেশনেই বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত প্রচুর শেয়ারে মুনাফা লক্ষ্য করা গিয়েছে। ৩২৮৯টি সংস্থার শেয়ারে কেনাবেচা চলেছে সকালে যাদের মধ্যে ১৯৩৬টি শেয়ারেই মুনাফা এসেছে আজ। ১৬৬টি স্টক আজ গ্রিন জোনে রয়েছে। আর এই শেয়ারগুলি গত বছর তাঁদের সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল। আর আজ ১৯৮টি শেয়ারে এসেছে আপার সার্কিট।


বাজার মূলধন বেড়েছে BSE-র


সমস্ত স্টকে আজ র‍্যালি এসেছে, বেশ কিছুদিন ধরেই চলছিল এই র‍্যালি। আর এই জন্য বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন (BSE Market Cap) আজ সোমবার ছাড়িয়ে গেল ৪০০ লক্ষ কোটির সীমা। সকালের সেশনে BSE-র মার্কেট ক্যাপ দাঁড়াল ৪,০০,৮৮,৭১৬.০৪ কোটি। এই প্রথমবার ভারতের শেয়ার বাজারের মূলধন এত বিপুল সংখ্যায় পৌঁছাল।


৫ ট্রিলিয়নে পৌঁছাবে বাজার ?


ডলারের হিসেবে দেখলে এখন বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলির মোট বাজার মূলধন ৪.৮১ ডলার। নভেম্বর মাসেই এই বাজারের মূলধন ৪ ট্রিলিয়ন ডলার ছাড়ায় প্রথমবার। এবার ৫ ট্রিলিয়নের খুব কাছে বাজার। তাছাড়া ডিসেম্বর মাসে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনও ৪ ট্রিলিয়ন ছাড়িয়েছিল।


আজ ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য অনেকটাই বেড়েছে। চার পয়সা বেড়ে এখন ডলার পিছু ভারতীয় মুদ্রার মূল্য ৮৩.২৭ টাকা। ফলে সেদিক থেকে বাজারের মূলধন বেড়ে যাওয়া ইতিবাচক ইঙ্গিতবহ। 


আরও পড়ুন: Bandhan Bank: অবসর নেবেন বন্ধন ব্যাঙ্কের সিইও তথা এমডি চন্দ্রশেখর ঘোষ, এবার আরও বড় দায়িত্বে