CDSL Share Price: বোনাস শেয়ার (Bonus Share) দেবে কোম্পানি, খবর পেতেই হু হু করে বেড়ে গেল শেয়ারের দাম। সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেডের শেয়ারের দাম গতকাল শুক্রবার বাজার বন্ধের সময় তাঁর সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায়। এক লাফে ২০ শতাংশ দাম বেড়ে এই শেয়ার পৌঁছায় ২৪০৭.৭০ টাকায়। মাল্টিব্যাগার এই শেয়ার (Multibagger Share) বিগত এক বছরে ১১৫.৪৮ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের।


আগামী ২ জুলাই মঙ্গলবার এই সিডিএসএল সংস্থা বোনাস শেয়ার দেবে, এই ঘোষণা করতেই হু হু করে বেড়েছে দাম। সিডিএসএল এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড সংস্থার বোর্ড অফ ডিরেক্টরদের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ২ জুলাই ২০২৪ বোনাস শেয়ার দেওয়া হবে সমস্ত শেয়ারহোল্ডারদের। প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে, এবার তা শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায়।


গতকাল শুধুমাত্র সিডিএসএলের ২.১৭ কোটি শেয়ার কেনাবেচা চলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। এই সংখ্যক শেয়ারের মোট মূল্য ৪৯৪৫.৪২ কোটি টাকা। এখন এই সংস্থার বাজার মূলধন দাঁড়িয়েছে ২৫,১৫৭.৩৩ কোটি টাকা। টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে এই সংস্থার শেয়ার গতকাল ১০০ দিন ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজকে টপকে গিয়েছে, শেয়ারের RSI এখন ৪২.৬৪। এই RSI যদি ৩০-এর নিচে থাকে তাকে ওভারসোল্ড বলে আর ৭০-এর বেশি হলে তাকে ওভারবট বলে।


মার্চ ২০২৪-এর তথ্য পরিসংখ্যান অনুযায়ী সংস্থার প্রোমোটার এবং প্রোমোটার গ্রুপ যৌথভাবে ১৫ শতাংশ স্টেক নিয়ে রেখেছে এই সংস্থার। সেবির অধীনে রেজিস্টার্ড একটি ডিপোজিটরি সংস্থা হল সিডিএসএল যারা মূলত ফিক্সড বার্ষিক চার্জ এবং ট্রান্সাকশানের উপর ফি থেকে অপারেটিং রেভিনিউ উপার্জন করে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: HDFC Bank: HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে ? আরও চার্জ দিতে হবে আপনাকে