মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়: বেসরকারি একটি সার খানায় লোক নিয়োগ নিয়ে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC rift in Panagarh)। বিষয়টিকে কেন্দ্র তুমুল উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের শিল্প তালুকে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি একটি সারখানায় লোক নিয়োগ নি তুঙ্গে উঠেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। বেতন বৃদ্ধি সহ স্থানীয় বাসিন্দাদের কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে আজ সকাল ৮টি থেকে বিক্ষোভে বসেন কারখানার শ্রমিকরা।


আরও পড়ুন: Heatwave News : শুধু জুনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি মানুষ অসহনীয় তাপমাত্রার শিকার, ভয়াবহ ভবিষ্যতের কথা শোনাল গবেষণা


শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোণারের দাবি, গতকাল অর্থ্যাৎ শুক্রবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিছু লোকজন নিয়ে কারখানায় শ্রমিকদের নিয়োগ নিয়ে কথা বলতে এলে তাঁকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। তার জেরে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েকশো শ্রমিক এদিন কাজে যোগ না দিয়ে আন্দোলনে সামিল হন। এর জেরে কারখানার গেটের সামনে উত্তেজনার সৃষ্ট হলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার।


বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, একদিকে তাঁদের বেতন বৃদ্ধি হয় না তার উপর স্থানীয়রা কাজের দাবি জানালে তাঁদের পরিবর্তে ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো হয়। এই এলাকার জমিদাতারা যাঁরা কারখানা তৈরির জন্য জমি দিয়েছিল তাঁরাও প্রতিশ্রুতি মতো কাজ পাননি। তাই যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণ করছে ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।


প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের পর থেকে বিভিন্ন জায়গা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। কোথায় কাটমানির ভাগ নিয়ে গণ্ডগোল কোথায় বা আবার সিন্ডিকেটের লড়াই চলছে প্রতিনিয়ত। পানাগড়ের ঘটনা  তারই একটি উদাহরণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন দেখার এই সমস্যার সমাধান কবে হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bowbazar Lynching Case : ইরশাদকে টেনে হিঁচড়ে হস্টেলে নিয়ে গিয়ে ২ ঘণ্টা ধরে অত্যাচার, বউবাজারের ঘটনায় হাড়হিম করা তথ্য