Income Tax Penalty: জরুরি পরিস্থিতিতে আমাদের মধ্যে অনেকেই বন্ধু-বান্ধবের থেকে টাকা ধার নিয়ে থাকি। কিন্তু এই টাকা ধার নেওয়ার সময় একটি বিষয় মাথায় না রাখলেই মোটা জরিমানার কবলে পড়তে হতে পারে। ধরা যাক এক ব্যক্তি তাঁর পারিবারিক কিছু জরুরি প্রয়োজনে তাঁর এক বন্ধুর কাছ থেকে ১.২ লক্ষ টাকা নগদ ধার নিয়েছিলেন। কিন্তু এই ধার নেওয়ার টাকা তিনি সময়মত শোধ করে চলছিলেন, কিন্তু তবু মোটা জরিমানা দিতে হয় আয়কর বিভাগকে। কিন্তু কেন ? কারণ জানলে আপনিও অবাক হবেন। আয়কর বিভাগের আইন অনুসারে বন্ধু-বান্ধবের মধ্যে বড় অঙ্কের নগদ লেনদেন হলে তা জরিমানার আওতায় আসতে পারে।

এক্স হ্যান্ডলে একটি ট্যাক্স অ্যাডভাইজরি প্ল্যাটফর্ম ‘ট্যাক্সবাডি’ পোস্ট শেয়ার করে সচেতনতা প্রচার করেছে যেখানে বলা হয়েছে যে রাহুল তাঁর বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদে ধার নিয়েছিল। এখন আয়কর বিভাগ তাঁর উপরে ১ লক্ষ ২০ হাজার টাকার জরিমানা আরোপ করেছে। নগদ লেনদেন করলে সাবধান থাকুন, আয়কর বিভাগ আপনার উপরেও জরিমানা আরোপ করতে পারে।

বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে আয়কর বিভাগের বেশ কিছু কঠোর আইনবিধি রয়েছে। ঋণ নেওয়া, ঋণ শোধ করা, এমনকী অনুদান দেওয়া যাই হোক না কেন কিছু সীমা আপনাকে মেনে চলতে হবে। এর বাইরে গেলে পুরো অঙ্কের জরিমানা দিতে হতে পারে। নগদ ২০ হাজার টাকার বেশি ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে বা ঋণ শোধ করার ক্ষেত্রে আয়কর আইনের ২৬৯এসএস ধারা লঙ্ঘিত হয়। এই ধারায় বলা হয়েছে যে যে কোনও পরিস্থিতিতে আপনি ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেন করতে পারবেন না। ২৭১ডিএ ধারা অনুসারে এই বিধি লঙ্ঘিত হলে ১০০ শতাংশ জরিমানা হবে। অর্থাৎ ২২ হাজার টাকার লেনদেন হলে আপনাকে ২২ হাজার টাকাই জরিমানা দিতে হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়

আপনি যদি একদিনে বা একটিই লেনদেনে কোনও ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা বা এর বেশি অঙ্কের টাকা পান নগদে, তাহলে আয়কর আইনের ২৬৯এসটি ধারার অধীনে ১০০ শতাংশ জরিমানা এক্ষেত্রেও ধার্য করা হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং ব্যবসার জন্য কোনও ব্যক্তিকে একদিনে ১০ হাজার টাকার বেশি নগদ দেন, তাহলে আপনার মুনাফা গণনা করার সময় সেই টাকা খরচ হিসেবে গ্রাহ্য হবে না। এর অর্থ হল আপনাকে আরও বেশি কর দিতে হতে পারে।

আপনি যদি কোনও দাতব্য প্রতিষ্ঠান বা মন্দিরে ২০০০ টাকার বেশি নগদে দান করেন তাহলে আপনি আয়কর আইনের ৮০জি-র অধীনে কোনও কর ছাড় পাবেন না। এমনকী স্বাস্থ্যবিমার প্রিমিয়াম নগদে পেমেন্ট করলেও কোনও কর ছাড় পাওয়া যাবে না।