কলকাতা: এবার অর্থনৈতিক পরিষেবা (Financial Service) দেওয়ার সংস্থাও হ্যাকারদের নিশানায়। স্টক মার্কেটে ব্রোকিং (Broking Firm) সংস্থা অ্যাঞ্জেল ওয়ান (Angel One)-এ তথ্য ফাঁসের আশঙ্কা (Angel One Data Breach)। সংস্থার সাইটে হ্যাকার হানার ঘটনায় বিপদের মুখে বিপুল সংখ্যক বিনিয়োগকারীর তথ্য। সূত্রের খবর, অন্তত ৮০ লক্ষ বিনিয়োগকারীর তথ্য ফাঁস হয়েছে এই হ্যাকার হানায়। একাধিক সংবাদ সংস্থায় প্রকাশিত- Angel One-সংস্থার তথ্যভাণ্ডার হ্যাক করে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্য, অর্থনৈতিক তথ্য, নাম, ঠিকানা ফাঁস করেছে হ্যাকার (data breach)। বিভিন্ন প্রতিবেদন সূত্রের খবর, হ্যাকার দাবি করেছে তাঁর কাছে সংবেদনশীল তথ্য (Sensitive Information) রয়েছে- যার মধ্যে রয়েছে স্টক মার্কেটে লাভ-ক্ষতির যাবতীয় খতিয়ান (Share Market Data Hack)। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা মনে করছেন, এই তথ্য ২০২৩ সালের।


গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিলে অ্যাঞ্জেল ওয়ান স্টক ব্রোকিং ফার্মে (Stock Broking Firm Data leak) হ্যাকার হানা হয়েছিল, তখনও তথ্য ফাঁস হয়েছিল। যদিও সেই সময় সংস্থার তরফে হ্যাকিংয়ের কথা স্বীকার করলেও ঠিক কতজন এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি। সংস্থার দাবি ছিল, তথ্যফাঁস হলেও শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম ফাঁস হয়েছিল কিন্তু বিনিয়োগ সংক্রান্ত তথ্য সুরক্ষিত ছিল বলে দাবি করেছিল সংস্থা।  


এর আগেও একাধিকবার নানা ভারতীয় সংস্থার ওয়েবসাইট হ্যাক (Angel One Website Hack) হয়েছিল। ২০২৪ সালের মার্চে, ভারতে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা সর্বকালীন রেকর্ড গড়েছে। স্টক মার্কেটে যেমন খুচরো বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে, তার সঙ্গেই বাড়ছে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিপদের আশঙ্কাও। এই বিনিয়োগের ক্ষেত্রে কোনও ব্য়ক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংস্থার কাছে থাকে, ফলে সেই সংস্থার সার্ভার হ্যাক করা হলে সেই স্পর্শকাতর তথ্যগুলি হ্যাকারদের কবলে চলে যাওয়ার আশঙ্কা থাকে, যার মধ্যে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও রয়েছে। 


এর আগে ২০২২ সালে CDSL-এর একটি অংশের তথ্যও ফাঁস হয়েছিল। সেই বার অন্তত সাড়ে চার কোটি বিনিয়োগকারীর ব্যক্তিগত এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: সাতসকালে কেঁপে উঠল মাটি! আতঙ্কে ঘর থেকে বাইরে বাসিন্দারা, কোথায়?