মহারাষ্ট্র: সকালে কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙ্গোলি (Maharashtra Earthquake)। বুধবার সকালে ভূমিকম্পের আতঙ্কে কাঁটা এলাকার বাসিন্দা।
ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা বেজে ১৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।
National Center for Seismology জানিয়েছে মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।
কদিন আগেই ৭ জুলাই উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূকম্পের এপিসেন্টার ছিল জোশীমঠের কাছে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৫। ওই এলাকায় ভারী বর্ষণ হচ্ছিল, ভূমিধ্বসের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতিতেই চামোলিতে গত রবিবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। যদিও ওই ঘটনার কোনও হতাহতের খবর মেলেনি।
চামোলির ঘটনায় এপিসেন্টার ছিল জোশীমঠ শহর থেকে ১১ কিলোমিটার দূরে একটি জায়গায়। মাত্র ৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পন হয়েছিল। NCS-থেকে যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে দেখা গিয়েছিল রবিবারের ঠিক আগে আফগানিস্তান ও পাকিস্তানের একটি অংশে ভূমিকম্প হয়েছিল। তারও ঠিক ২দিন আগে লাদাখের লেহতে ভূমিকম্প অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।
চামোলিতে এমন একটা সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল যখন ভারী বৃষ্টিপাতে জেরবার গোটা উত্তরাখণ্ড। চামোলিরই কর্ণপ্রয়াগে ধসের কারণে দুইজনের মৃত্যুও হয়েছিল কদিন আগেই। সেই সময় জোশীমঠের কাছেই বিষ্ণুপ্রয়াগে বিপদসীমার উপর দিয়ে বইছিল অলকানন্দা। এমনিতেই উত্তরাখণ্ড ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগেও জোশীমঠের ভয়ঙ্কর ভূমিধ্বসের ঘটনা ঘটেছিল। ভরা বর্ষায় তার সঙ্গে ভূমিকম্প বাড়িয়ে দিয়েছিল আতঙ্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।