Telecom Company: বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এবার মাঠে নেমে পড়ছে সরকারি টেলিকম কোম্পানি BSNL । শীঘ্রই 5G সংযোগ পেতে চলেছে  BSNL ব্যবহারকারীরা । জেনে নিন, কবে থেকে পাবেন পরিষেবা।

কী বলেছেন মন্ত্রীএই বিষয়ে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, সংস্থা চলতি বছরের জুন থেকে 4G থেকে 5G-তে ট্রান্সফার শুরু করবে। মে-জুন নাগাদ, সংস্থাটি 4G স্থাপনার কাজ শেষ করবে এবং তার পরে 5G সংযোগের জন্য কাজ শুরু করা হবে। Jio, Airtel এবং Vodafone Idea দেশে 5G নেটওয়ার্ক চালু করেছে। Vodafone Idea এখনও পর্যন্ত শুধুমাত্র নির্বাচিত জায়গায় 5G সংযোগ প্রদান করা শুরু করেছে।

89,000 4G সাইট ইনস্টল করা হয়েছেমানিকন্ট্রোলের সঙ্গে কথা বলার সময় সিন্ধিয়া বলেছেন, 4G সংযোগের জন্য এক লক্ষ সাইট পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে ৮৯ হাজার স্থাপন করা হয়েছে এবং সিঙ্গল সেল ফাংশন টেস্ট প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মে-জুন মাসের মধ্যে এক লাখ সাইট চালু করার পরিকল্পনা রয়েছে। এর পর জুন থেকে 5G-এর কাজ শুরু হবে।

এই জন্য, অতিরিক্ত হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার আপগ্রেড প্রয়োজন হবে। তিনি আরও বলেছেন, চীন, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং সুইডেনের পরে ভারত বিশ্বের পঞ্চম দেশ যারা নিজেরাই 4G প্রযুক্তি তৈরি করেছে।

টেলিকমে জালিয়াতি ঠেকাতে কী করছে সরকার এই ইন্টারভিউতেই টেলিকম সেক্টরে জালিয়াতি রোধের কথা উল্লেখ করেন মন্ত্রী। সিন্ধিয়া জানান, স্প্যাম কল ও টেলিকম জালিয়াতি বন্ধ করতে সরকার বড় পদক্ষেপ নিয়েছে।  তিনি বলেন, সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে এ পর্যন্ত ১.৭৫ কোটি ভুয়ো মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে। একইভাবে প্রতারণার ঘটনায় জড়িত দেড় লাখ হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করা হয়েছে। জালিয়াতির উপর নজর রাখতে একটি ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে। আই-কোর স্পুফ কল মনিটরিং সিস্টেম প্রতিদিন 1.3 কোটি স্পুফ কল ব্লক করছে।

Mobile Recharge Plan : কম খরচে BSNL-এর ভাল রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) নিতে চাইলে এখানে রইল বিবরণ। বর্তমানে আপনি ৫০০ টাকার কমে ১৫০ দিনের ভ্যালিডিটি-সহ পাবেন দারুণ রিচার্জ প্ল্যান। দীর্ঘ মেয়াদে এখানে থাকছে আনলিমিটেড ডেটার (Unlimited Data) মতো সুবিধা।

1 BSNL-এর 197 টাকার প্ল্যানএই প্ল্যানটি 70 দিনের ভ্য়ালিডিটি অফার করে। অর্থাৎ, 200 টাকার কমে কোম্পানি দুই মাসের বেশি ভ্য়ালিডিটি দিচ্ছে এখানে। এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলতে গেলে ব্যবহারকারীদের প্রথম 18 দিনের জন্য আনলিমিটেড কলিং দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা এতে দেশের যেকোনো নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও, প্রথম 18 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS দেওয়া হচ্ছে।