BSNL Data Breach: BSNL-এর তথ্য ফাঁস ডার্ক ওয়েবে ! ঝুঁকিতে লক্ষ লক্ষ গ্রাহক

BSNL Users: অ্যাথেনিয়ান টেক নামের এক সংস্থার থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে, BSNL সংস্থার এই তথ্য ফাঁসের কাণ্ডটি ঘটিয়েছেন kiberphant0m নামের এক হ্যাকার। লক্ষ লক্ষ মানুষ এ থেকে সমস্যায় পড়তে পারেন।

Continues below advertisement

BSNL Users Data: সম্প্রতি জানা গিয়েছে দেশীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর তথ্য চুরি করেছে হ্যাকাররা। আর এই কারণেই লক্ষ লক্ষ গ্রাহকের (BSNL Data Breach) তথ্য ফাঁস হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে। তারা এবার বিরাট ঝুঁকিতে। সিম ক্লোনিং (Cyber Crime) থেকে আর্থিক জালিয়াতি যে কোনও রকম সমস্যায় পড়তে পারেন তারা। কী ঘটেছে আদপে ?

Continues below advertisement

লক্ষ লক্ষ মানুষ ঝুঁকিতে

অ্যাথেনিয়ান টেক নামের এক সংস্থার থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে, বিএসএনএল সংস্থার এই তথ্য ফাঁসের কাণ্ডটি ঘটিয়েছেন kiberphant0m নামের এক হ্যাকার। আর এই হ্যাকিং (BSNL Data Breach) কান্ডে বিএসএনএল সংস্থার বিপুল গোপন তথ্য তাঁর হাতে চলে এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে এত বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ এ থেকে সমস্যায় পড়তে পারেন।

কী কী তথ্য চুরি হয়েছে

হ্যাকাররা যে সমস্ত তথ্য চুরি করেছে তার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি নম্বর (IMSI), সিম কার্ডের তথ্য, হোম লোকেশন রেজিস্টার (HLR), ডিপি কার্ড ডেটা, বিএসএনএলের সোলারিস সার্ভারের স্ন্যাপশট ইত্যাদি। জানা গিয়েছে মোট ২৭৮ জিবির তথ্য চুরি করেছে সেই হ্যাকার। আবার তথ্য চুরি করে তাঁর প্রমাণও নিজেই দিয়েছে সেই হ্যাকার।

কী কী সমস্যা হতে পারে

IMSI এবং সিম কার্ডের তথ্যের (BSNL Data Breach) মধ্যে থাকে বেশ কিছু গোপন তথ্য যা সিম কার্ড পরিচালনায় কাজে লাগে। যদি এই তথ্য বাইরে প্রকাশ হয়, তবে সেই সিম ক্লোন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। নেটওয়ার্ক পরিচালনার জন্য এইচ এল আর তথ্য কাজে লাগে, ৮ জিবির ডিপি কার্ড তথ্য এবং ১৩০ জিবির ডিপি সিকিউরিটি তথ্য সব মিলিয়ে বিএসএনএল সংস্থার নিরাপত্তার বেষ্টনী তৈরি করে। সার্ভারের স্ন্যাপশটও প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে, ফলে সংস্থার অপারেশনাল সিক্রেটও এবারও ফাঁস হয়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছে।

ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে তথ্য

হ্যাকার বিএসএনএল সংস্থার এত তথ্য চুরি করে তা চড়া দামে ডার্ক ওয়েবে বিক্রি করছেন। সেই তথ্যের দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৪ লাখ ১৭ হাজার টাকা। হ্যাকার এও জানিয়েছে যে এই দাম আদপে স্পেশাল ডিলে চলছে, অর্থাৎ ছাড়ে চলছে। এ থেকে অ্যানালিস্টরা আন্দাজ করছেন যে সত্যিই হয়ত তথ্য চুরি করে ফেলেছে হ্যাকার।  

আরও পড়ুন: Stock Market Record High : ফের রেকর্ড গড়ল বাজার, প্রথমবার সেনসেক্স ছুঁল ৭৮,০০০ পয়েন্ট, এখন ঢুকলে ঠকবেন ?

Continues below advertisement
Sponsored Links by Taboola