কলকাতা: ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। এবার দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway Trains Cancellation) খড়গপুর ডিভিশনের ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল। আগামী ২৯ জুন, শনিবার থেকে ৮ জুলাই, সোমবার পর্যন্ত কয়েকগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, এই সময়পর্বে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ হবে। সাঁকরাইল- সাঁতরাগাছি লিঙ্ক লাইনে এই কাজ হবে। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন। কিছু ট্রেনকে চালানো হবে ঘুর পথে। আবার বেশ কিছু ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে। 

কোন কোন লোকাল ট্রেন বাতিল? 

তারিখ

লোকাল ট্রেন

29.06.2024

38801/38806

 

 

30.06.2024

38705/38714, 38805/38812, 38803/38810

 

 

01.07.2024

38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410, 38455

 

 

02.07.2024

38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410,38406, 38704, 38706, 38302/38321.

 

 

03.07.2024

38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708,38803/38810, 38705/38714, 38321, 38455

 

 

04.07.2024

38302, 38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070, 38830, 38455

 

 

05.07.2024

38302/38341, 38404, 38306/38403, 38408/ 38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816.

 

 

06.07.2024

38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033.

 

 

07.07.2024

38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304. 38321

 

 

08.07.2024

38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38302.

 

১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য চলতি মাসের শুরুতে বন্ধ ছিল বন্ধ ছিল শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। বাতিল করা হয় বেশ কিছু ট্রেন। বেশ কিছু ট্রেন চালানো হয় দমদম স্টেশন পর্যন্ত। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি ওপেন হার্ট সার্জারির রোগীও। রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। ভাঙে শিয়ালদা স্টেশনের অনুসন্ধান অফিসের কাচও। যদিও রেলের তরফে বলা হয়, যাত্রীদের সুবিধার্থেই এই কাজ করা হচ্ছে। আর এবার রেলের দক্ষিণ পূর্ব শাখায় কাজের জন্য রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। 

 

বাতিল দূরপাল্লার ট্রেন:

  • 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল 30.06.2024 থেকে 02.07.2024 এবং 06.07.2024 থেকে 08.07.2024
  • 12021/12022 হাওড়া-বার্বিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস বাতিল 30.06.2024 থেকে 02.07.2024 এবং 06.07.2024 থেকে 08.07.2024
  • 12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল 30.06.2024 থেকে 02.07.2024 & 06.07.2024 থেকে 08.07.2024
  • 12871/22862 হাওড়া তিতলাগড়/কান্তাবাজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস বাতিল 06.07.2024 এবং 08.07.2024.
  • 22861/12872 হাওড়া তিতলাগড়/কান্তাবাজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 22897/22898 হাওড়া-দিঘা-হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস বাতিল 05.07.2024 থেকে 07.07.2024.
  • 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 12885/12886 আরণ্যক এক্সপ্রেস বাতিল 06.07.2024 এবং 08.07.2024.
  • 12278/12277 পুরী হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস বাতিল 06.07.2024 এবং 08.07.2024.
  • 18007 শালিমার ভঞ্জপুর এক্সপ্রেস বাতিল 08.07.2024
  • 18008 ভঞ্জপুর শালিমার এক্সপ্রেস বাতিল 09.07.2024
  • 22892/22891 রাঁচি-হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 12814/12813 টাটানগর হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 18029 এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস বাতিল 04.07.2024 থেকে 06.07.2024.
  • 18030 শালিমার এলটিটি মুম্বই এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস বাতিল 05.07.2024 থেকে 07.07.2024
  • 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07..2024.
  • 12129 পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল 04.07.2024 থেকে 06.07.2024.
  • 12130 হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 12905 পোরবন্দর শালিমার এক্সপ্রেস বাতিল 04.07.2024.
  • 12906 শালিমার পোরবন্দর এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 18011/18013 হাওড়া চক্রধরপুর / বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বাতিল 05.07.2024 থেকে 07.07.2024.
  • 18014/18012 বোকারো স্টিল সিটি / চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 08695/08696 বোকারো স্টিল সিটি -রাঁচি-বোকারো স্টিল সিটি স্পেশাল বাতিল 06.07.2024 থেকে 08.07.2024.
  • 22804 সম্বলপুর- শালিমার এক্সপ্রেস বাতিল 05.07.2024.
  • 22803 শালিমার-সম্বলপুর বাতিল 06.07.2024.
  • 18049 শালিমার- বাদামপাহাড় এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 18050 বাদামপাহাড় -শালিমার এক্সপ্রেস বাতিল 07.07.2024
  • 18051/18052 বাদামপাহাড় - রৌরকেল্লা-বাদামপাহাড় এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 07029 আগরতলা- সেকেন্দ্রাবাদ স্পেশাল বাতিল 05.07.2024.
  • 07030 সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল বাতিল 08.07.2024.
  • 12503 বেঙ্গালুরু আগরতলা এক্সপ্রেস বাতিল 05.07.2024.
  • 12504 আগরতলা - বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 18628/18627 রাঁচি হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল 07.07.2024 এবং 08.07.2024.
  • 20971 উদয়পুরসিটি-শালিমার এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 20972 শালিমার উদয়পুরসিটি এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 12949 পোরবন্দর- সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল  05.07.2024.
  • 12950 সাঁতরাগাছি পোরবন্দর এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 18033/18034 হাওড়া ঘাটশিলা হাওড়া মেমু স্পেশাল বাতিল 07.07.2024 & 08.07.2024.
  • 22512 কামাখ্যা-মুম্বই এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 22511 মুম্বই- কামাখ্যা এক্সপ্রেস বাতিল 09.07.2024.
  • 13434 মালদা টাউন-বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 13433 বেঙ্গালুরু-মালদা টাউন এক্সপ্রেস বাতিল 09.07.2024.
  • 22202 পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 22201 শিয়ালদা -পুরী দুরন্ত এক্সপ্রেস বাতিল 08.07.2024.
  • 12101 মুম্বই শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল 06.07.2024.
  • 12102 শালিমার মুম্বই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল 08.07.2024.
  • 12888 পুরী শালিমার এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 12887 শালিমার-পুরী এক্সপ্রেস বাতিল 08.07.2024.
  • 20832 সম্বলপুর শালিমার এক্সপ্রেস বাতিল 07.07.2024.
  • 20831 শালিমার সম্বলপুর এক্সপ্রেস বাতিল 08.07.2024.
  • 22841 সাঁতরাগাছি তম্বরম এক্সপ্রেস বাতিল 08.07.2024.
  • 22842 তম্বরম সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল 10.07.2024.

ট্রেনের সূচি পরিবর্তন: 

  • 01.07.2024 তারিখে হাতিয়া-হাওড়া এক্সপ্রেস হাতিয়া থেকে ছাড়বে রাত সাড়ে দশটা 
  • 02.07.2024 তারিখে 18014/18012 বোকারো স্টিল সিটি / চক্রধরপুর- হাওড়া এক্সপ্রেস বোকারো স্টিল সিটি ছাড়বে রাত দশটা/ চক্রধরপুর ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে
  • 30.06.2024 তারিখে 38051 হাওড়া হলদিয়া লোকাল ছাড়বে সকাল ৬টায়
  • 01.07.2024 তারিখে  38051 হাওড়া হলদিয়া লোকাল ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে
  • 01.07.2024 তারিখে 12262 হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস সকাল ৭টায় ছাড়বে 
  • 01.07.2024 তারিখে 22895 হাওড়া পুরী বন্দেভারত এক্সপ্রেস হাওড়া ছাড়বে ৭টা ১০ মিনিটে

ট্রেনের রুট পরিবর্তন: 

  • 27.06.2024 এবং 04.07.2024 112508 শিলচর-ত্রিবান্দাম এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে যাবে। 
  • 27.06.2024, 29.06.2024, 30.06.2024, 02.07.2024 & 04.07.2024 এই চার দিন 22504 ডিব্রুগড় কন্যকুমারি এক্সপ্রেস যাবে আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে। 
  • 28.06.2024 & 05.07.2024 তারিখে 22502 নিউ তিনসুকিয়া- বেঙ্গালুরু এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক হয়ে যাবে। 
  • 30.06.2024, 01.07.2024 & 07.07.2024 এই তিন দিন 12510 গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস যাবে আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক রেলপথে। 
  • 02.07.2024 তারিখে 12516 আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক যাবে শিলচর-কোয়েম্বাটুর এক্সপ্রেস। 
  • 04.07.2024 এবং 05.07.2024 12509 বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস যাবে ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল রেলপথে। 
  • 04.07.2024 & 06.07.2024 এই দুদিন ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে যাবে 22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস 
  • 06.07.2024 ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে যাবে 12513 সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেস
  • 06.07.2024 12253 বেঙ্গালুরু ভাগলপুর এক্সপ্রেস যাবে ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে। 
  • 07.07.2024 ভদ্রক-হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল হয়ে যাবে 22305 বেঙ্গালুরু জসিডিহ এক্সপ্রেস। 
  • 08.07.2024 তারিখে আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি-ভদ্রক রেলপথে যাবে মুজফফরপুর বেঙ্গালুরু 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North 24 Parganas: প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব প্রকাশ্যে, কৃতিত্বের ভাগ নিয়ে তরজা হাবরায়