Mobile Recharge Plan : বেসরকারি টেলিকম কোম্পানির (Telecom Company) সঙ্গে প্রতিযোগিতায় এবার ২০০ টাকার নীচে দারুণ সুবিধা দিচ্ছে BSNL । কোম্পানি এনেছে এই মোবাইল রিচার্জ প্ল্য়ান (BSNL Mobile Recharge)। জেনে নিন, আপনি এই প্ল্যান থেকে কী সুবিধা পাবেন (Mobile Recharge Plan)।
অন্যরা চাপে পড়বে ?বিএসএনএল তার ব্যবহারকারীদের বেশি সুবিধা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। পাশাপাশি এখন কোম্পানি এমন কিছু করেছে যা অবশ্যই অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকে চাপে ফেলবে।আসলে, সম্প্রতি এই সরকারি কোম্পানি ২০০ টাকারও কম দামে একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। কোম্পানি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই সস্তা প্ল্যান সম্পর্কে তথ্য দিয়েছে। এই প্ল্যানে কোম্পানি দৈনিক ২ জিবি ডেটা অফার করেছে সংস্থা।
BSNLএর তুলনাX হ্যান্ডেলে এই প্ল্যানটি ঘোষণা করার সময়, BSNL অন্যান্য বেসরকারি কোম্পানির প্ল্যানের দাম এবং সুবিধাগুলির তুলনাও করেছে। একটি বেসরকারি কোম্পানির প্ল্যানের দাম ১৯৯ টাকা, কিন্তু এর মেয়াদ মাত্র ১৪ দিন। এতে, ব্যবহারকারীদের সীমাহীন, বিনামূল্যে ন্যাশনাল রোমিং কলিং, দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০টি দৈনিক বিনামূল্যে এসএমএসের সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে BSNL একই দামে ৩০ দিনের জন্য একই সুবিধা দিচ্ছে।
BSNL তাদের X হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে, তারা এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানের দাম মাত্র ১৯৯ টাকা রেখেছে। এই প্ল্যানের আওতায়, কোম্পানি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS অফার করছে। BSNL এর এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানের সুবিধাগুলি দেশের যেকোনও টেলিকম সার্কেল থেকে কেনা যাবে।
BSNL অনেক সুবিধা দিচ্ছেএই প্ল্যানের সুবিধাগুলি সম্পর্কে বলতে গেলে, ব্যবহারকারীরা ভারত জুড়ে আনলিমিটেড কলিং ও বিনামূল্যে জাতীয় রোমিং উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি বিনামূল্যে SMS এর সুবিধাও রয়েছে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পুরো মাসের জন্য মোট ৬০ জিবি ডেটা প্রদান করা হচ্ছে।
এবার এনেছে ৭২ দিনের এই স্স্তা প্ল্যানসম্প্রতি এক্স হ্যান্ডেলে কোম্পানি নতুন রিচার্জ প্ল্য়ানের বিষয়ে জানিয়ছে। ৪৮৫ টাকার এই প্ল্যানে ৭২ দিনের সুবিধা পাবেন গ্রাহকরা। রয়েছে আনলিমিটেড কলিং ও ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। এ ছাড়াও রয়েছে দিনে ২ জিবি ডেটার পাশাপাশি ১০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধা।
আরও কী সুবিধা পাবেন আপনিবর্তমানে BSNL সকল মোবাইল ব্যবহারকারীদের বিআইটিভির সুবিধা দিচ্ছে। যেখানে ব্যবহারকারীরা ৩৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল ও ওটিটি অ্যাপের সুবিধা পাবেন। শুধু তাই নয়, কোম্পানি সম্প্রতি বিআইটিভির একটি প্রিমিয়াম প্ল্যানও চালু করেছে। ১৫১ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা ৪৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, ২৩টিরও বেশি ওটিটি অ্যাপের সুবিধা পাবেন।