সৌভিক মজুমদার, কলকাতা : চিহ্নিত অযোগ্য অর্থাৎ 'দাগি'- দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে কেন যোগ্য চাকরিহারাদের আবার পরীক্ষায় বসতে হবে? এই দাবি জানাতেই এসএসসি ভবনে যেতে চান চাকরিহারা শিক্ষকদের একাংশ। পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে তাঁদের তরফে।

তবে আজ এসএসসি ভবন অভিযান হবে এই ঘোষণা হওয়ার পরই পুলিশের অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। মেট্রো স্টেশনে ঢুকে সাদা পোশাকের পুলিশ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে কলার ধরে টানার এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে করুণাময়ী মেট্রো স্টেশনে সুমন বিশ্বাসকে আটকাতে পুলিশ অতি তৎপরতা দেখালেও শেষ পর্যন্ত এই চাকরিহারা শিক্ষককে ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে করুণাময়ী থেকে এসএসসি ভবন যাওয়ার আবেদন জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই বিষয়ে অনুমতি দেয়নি পুলিশ। 

এরই মধ্যে চাকরিহারা শিক্ষকদের পক্ষেই নিদান দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন আজ বিকেল চারটের সময় সুমন বিশ্বাস সহ মোট ৫ সদস্যের প্রতিনিধি দল আচার্য সদনে যেতে পারবেন এবং এসএসসি- র চেয়ারম্যানকে নিজেদের দাবি জানাতে পারবেন। এসএসসি- র চেয়ারম্যান না থাকলে তার পরিবর্তে কোনও প্রতিনিধিকে থাকতে হবে, যাঁর কাছে চাকরিহারা শিক্ষকদের একাংশ নিজেদের দাবি জানাবেন। আজ বিকেলে সুমন বিশ্বাস-সহ চাকরিহারা শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল যখন এসএসসি ভবনে যাবেন তখন তাঁদের বাধা দিতে পারবে না পুলিশ। আজকের জন্য এই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

করুণাময়ী মেট্রো স্টেশনে সুমন বিশ্বাসকে পুলিশের আটকানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাকরিহারা শিক্ষককে আর আটকানোর চেষ্টা করা হয়নি। সুমনকে প্রথমে আটক করা হলেও ভিডিও ভাইরাল হতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়, আজ আদালতে এমনটাই জানান সুমন বিশ্বাসের আইনজীবীরা। এর পাশাপাশি আজ সকালে সুমন বিশ্বাসের সঙ্গে মেট্রো স্টেশনে যা হয়েছে তাও জানানো হয় আদালতে। এরপরই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বর্তমানে করুণাময়ীর একদম কাছে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে কিছুজন অবস্থান করছেন। যদিও এখন সেখানে লোকসংখ্যা কম। এই মঞ্চের অনতিদূরেই রয়েছে আচার্য সদন বা এসএসসি ভবন। তাই আলাদা করে মিছিল করে সেখানে যাওয়ার কোনও অনুমতি আদালত দেয়নি। তবে সুমন বিশ্বাস সহ- ৫জন আজ বিকেল ৪টেয় এসএসসি ভবনে যেতে পারবেন। পুলিশ কোনও বাধা দিতে পারবে না।