নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) তাদের ৬৯৯ টাকার প্রোমোশনাল প্ল্যানের বৈধতা ৯০ দিন বাড়িয়েছে। ওই প্রিপেড প্ল্যানে টেলিকম সংস্থা ১৮০ দিনের বৈধতা দিচ্ছে। এই প্ল্যান আদতে ছিল প্রোমোশনাল এবং তা ২৮ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছি। কিন্তু টেলিকম সংস্থা এই প্ল্যানের বৈধতা আরও ৯০ দিন বাড়িয়েছে। এই প্ল্যানের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিদিন ০.৫০ জিবি ডেটা, আনলিমিডেট কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের বৈধতা তিন মাস বাড়ানো হয়েছে। এর অর্থ এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে জানুয়ারি পর্যন্ত। গ্রাহকরা এই প্রিপেড প্ল্যান খুচরো দোকান, ১২৩-এ এসএমএস পাঠিয়ে বা ইউএসএসডি শর্টকোড ডায়াল করে এই প্ল্যানন পেতে পারেন।
কেরল টেলিকম এই প্ল্যানের বৈধতা বৃদ্ধির কথা জানানো হয়। এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে এবং তা আপগ্রেডেডে ডিসনি প্লাস হটস্টার প্ল্যান, যার বৈধতা ৫৬ দিনের, যাতে Disney+ Hotstar মোবাইল প্ল্যান, ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা। এই প্ল্যানগুলি আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের অ্যাকসেস দেয় গ্রাহকদের। কাজেই মোবাইল গ্রাহকরা Disney+ Hotstar ও অ্যামাজন প্রাইমের অ্যাকসেস পাবেন।
অন্যদিকে, ভিআই ৬৯৯ টাকায় দিচ্ছে দ্বিগুণ ডেটার অফার। ৬৯৯ টাকার প্রিপেড প্ল্যানে যেহেতু ডবল ডেটার সুবিধা দেওয়া হচ্ছে, সেহেতু প্রতিদিন দেওয়া হয় ৪ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমসের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন।
জিও-রও Disney+ Hotstar-এর অ্যাকসেস সহ ৬৬৬ টাকার একটি প্রিপেড প্ল্যান রয়েছে। এই প্ল্যানে রয়েছে দিনে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন।
যে ইউজাররা Disney+ Hotstar মোবাইলের সুবিধা পেতে চান, তাঁরা এয়ারটেল ও জিও-র প্ল্যান বেছে নিতে পারেন। ডেটার সুবিধা পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে ভিআইয়ের ৬৯৯ টাকার প্ল্যান। কিন্তু খুব বেশি ডেটা না চাইলে বরং দীর্ঘদিনের বৈধতা পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে বিএসএনএসের ৬৯৯ টাকার প্ল্যান।