নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের ঘরে পরপর মুনাফার পাহাড় জমছে। আগের ত্রৈমাসিকেও মুনাফা করেছিল বিএসএনএল আর এবারে ২০২৫-এর শেষ ত্রৈমাসিকেও ফের একবার মুনাফার রেকর্ড গড়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। ২৮০ কোটি টাকার (BSNL Q4 Profit) মুনাফা করেছে এই সংস্থা। এই নিয়ে বিগত ১৮ বছরের মধ্যে পরপর দুটি ত্রৈমাসিকে মুনাফা (BSNL Q4 Results) গড়ে রেকর্ড করেছে বিএসএনএল। মঙ্গলবার ২৭ মে সংস্থার পক্ষ থেকে এই ত্রৈমাসিকে মুনাফার কথা জানানো হয়েছে।

এক বছর আগেই একই মেয়াদে বিএসএনএল সংস্থার তরফে ৮৪৯ কোটি টাকার লোকসান জানানো হয়েছিল। সেই লোকসান কাটিয়ে এবার বিপুল মুনাফা পেয়েছে সংস্থা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মঙ্গলবার জানান, '১৮ বছরে এই প্রথমবার পরপর দুই ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা গড়েছে সংস্থা। তাও আবার নেট মুনাফা, অপারেটিং মুনাফা (BSNL Q4 Profit) নয়। শুধু যে পজিটিভ মার্জিন তাও নয়, ২০০৭ সালের পর এই নিয়ে পরপর দুবার মুনাফা গড়েছে এই সংস্থা।'

বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরপর টানা মুনাফার ফলে সংস্থার আগের যে সমস্ত লোকসানের রেকর্ড ছিল তা কমে গিয়েছে। ২০২৫ সালে সংস্থার লোকসানের অঙ্ক কমে এসেছে ২২৪৭ কোটি টাকায় যা কিনা ২০২৪ সালে ছিল ৫৩৭০ কোটি টাকা। পেশাদারি পরিচালন ব্যবস্থা, সরকারি সহায়তা, টপ লাইন ও বটম লাইনে সমানভাবে নজর (BSNL Q4 Profit) দেওয়ার ফলে এই মুনাফা দেখা গিয়েছে। বিএসএনএল কেবলমাত্র পুনরুজ্জীবিত হচ্ছে না, নতুন করে সেজে উঠছে, এমনটাই বলেন বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি।

২০২৫ সালের জন্য বিএসএনএলের অপারেটিং রেভিনিউ ১৯৩৩০ কোটি টাকা থেকে ৭.৮ শতাংশ বেড়ে হয়েছে ২০৮৪১ টাকা। চেয়ারম্যান রবি জানিয়েছেন যে নিয়মনিষ্ঠ খরচ নিয়ন্ত্রণ, ৪জি ও ৫জির দ্রুত ডিপ্লয়মেন্ট, আর সাশ্রয়ী টেলিকম পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএলের প্রয়াস এই সংস্থাকে মুনাফা এনে দিয়েছে।

সংস্থার চেয়ারম্যান রবি জানান, 'আমাদের একমাত্র লক্ষ্য মুনাফা অর্জন করা নয়, পাবলিক সার্ভিসের দুনিয়ায় টেলিকম পরিষেবাকে অন্য সংজ্ঞা এনে দিতে চাইছি আমরা। আমরা যেখানে প্রতিনিয়ত সঠিক কাজটি করে চলেছি, দারুণ পরিষেবা দিচ্ছি, প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছি, সেখানে মুনাফা স্বাভাবিকভাবে আসবে সংস্থার কাছে, যা হবে আমাদের দক্ষতার বাইপ্রোডাক্ট।'