BSNL 666 Recharge Plan: বিএসএনএল- এর প্রিপেড রিচার্জ প্ল্যানে (BSNL Recharge Plans) গ্রাহকদের জন্য রয়েছে একগুচ্ছ সুবিধা। বর্তমানে জিও, ভোডাফোন, এয়ারটেল- সমস্ত সংস্থার রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি পাওয়ায়, গ্রাহকরা চাইলে বিএসএনএল- এর প্রিপেড প্ল্যান রিচার্জ করে দেখতে পারেন। তার আগে জেনে নিন, বিএসএনএল- এর ৬৬৬ টাকার (BSNL Rs 666 Plan) প্রিপেড রিচার্জ প্ল্যানের বিভিন্ন সুযোগ সুবিধা।
কী কী সুবিধা পাবেন বিএসএনএল- এর ৬৬৬ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে
এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ১২০ দিন অর্থাৎ প্রায় চারমাস। আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা। এছাড়াও প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও পাবেন ইউজাররা। এর সঙ্গে জিং মিউজিক স্ট্রিমিং সার্ভিসের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা। বিএসএনএল- এর ৬৬৬ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে মাল্টি রিচার্জ ফেসিলিটি। অর্থাৎ একাধিকবার এই প্ল্যানের রিচার্জ ইউজাররা আগাম করে রাখতে পারবেন। একটা প্ল্যানের মেয়াদ শেষ হলে, তারপর আর একটি প্ল্যান চালু হবে।
বিএসএনএল- এর ১০৭ টাকার প্রিএপড রিচার্জ প্ল্যান
- বিএসএনএল- এর ১০৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৫ দিন। অর্থাৎ একমাসের থেকে বেশি।
- ইউজাররা পাবেন মোট ৩ জিবি হাই স্পিডের ডেটা।
- ২০০ মিনিটের ফ্রি লোকাল, এসটিডি এবং রোমিং কলের (এমটিএনএল নেটওয়ার্ক সমেত) পরিষেবাও পাওয়া যাবে।
- বিএসএনএল টিউনসের পরিষেবাও পাওয়া যাবে এই ৫০ দিন।
এই প্ল্যানে ডেটা এবং কলের ফ্রি মিনিট শেষ হলে কত খরচ পড়বে ইউজারদের
- ভয়েস কলের ফ্রি মিনিট অর্থাৎ ২০০ মিনিট শেষ হলে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা এবং এসটিডি কলের জন্য প্রতি মিনিটে ১.৩ টাকা দিতে হবে ইউজারদের। ভিডিও কলের ক্ষেত্রে লোকাল এবং এসটিডি- র জন্য প্রতি মিনিটে ইউজারদের দিতে হবে ২ টাকা।
- ৩ জিবি হাই স্পিডের ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ২৫ পয়সা দিতে হবে ইউজারদের।
- এসএমএসের ক্ষেত্রে লোকাল এসএমএসে প্রতি মেসেজের জন্য ৮০ পয়সা, ন্যাশনালের ক্ষেত্রে প্রতি মেসেজে ১.২০ টাকা এবং আন্তর্জাতিক এসএমএসের ক্ষেত্রে প্রতি মেসেজে ৫ টাকা দিতে হবে ইউজারদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।