নয়াদিল্লি: বৃষ্টি ধসের জেরে মৃত্যুপুরী ওয়েনাড (Kerala Landslide)। এখনও পর্যন্ত ১৫০ জনের বেশি মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিনারাই বিজয়ন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের তরফে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কেন ব্যবস্থা নেওয়া হল না? পাল্টা শাহের দাবি খারিজ করে পিনারাই বিজয়ন জানান, এটা দোষারোপের সময় নয়। 


কেরল সরকারকে তীব্র আক্রমণ: কেরলের ওয়েনাড যেন মৃত্যুপুরী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি।  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত ২৩ জুলাই কেরল সরকারকে সতর্ক করেছিল। ২৩ জুলাই মানে ঘটনার ৭দিন আগে। তারপর ২৪, ২৫ , গিয়েছে। এরপর ২৬ তারিখ বলা হয় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। এমনকী ভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা রয়েছে সেটা বলা হয়। কাদামাটিও ধসে পড়তে পারে। চাপা পড়ে মানুষের মৃত্যুও হতে পারে। কেরল সরকারকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন, "ভারত সরকার বিমানে ৯টি NDRF টিম পাঠিয়েছে। বিপর্যয় মোকবিলায় কেরল সরকার কী করেছে? লোকজন বেশি থাকুক বা কম। বিপদের আশঙ্কা তো ছিল। সেই আশঙ্কার কথা জানলেও তাদের স্থানান্তর করা হয়েছিল কি? কেন করা হয়নি? কে আটকেছিল? আর সরানো হলে মৃত্যু কীভাবে হল?''


পাল্টা জবাব দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন ওয়েনাডে বিপর্যয়ের পরে লাল সতর্কতা জারি করা হয়। সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে পিনরাই বিজয়ন জানান ওই ঘটনার আগে পর্যন্ত কোনও সতর্কতা ছিল না। মঙ্গলবার সকাল ৬টা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার আগেই যা ঘটার ঘটে গিয়েছে। অমিত শাহের দাবি খারিজ করে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, "কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। আমরা কি এর আগে এ ধরণের মারাত্মক বৃষ্টি দেখেছি? যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অন্য়ের ঘাড়ে দায় চাপিয়ে আপনি নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারবেন না। এটা দোষারোপের সময় বলে মনে করিনা।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kazi Nazrul University: TMCP-র বিক্ষোভের মুখে, আতঙ্কে বাড়ি থেকেই কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের