Mobile Recharge Plan : কম খরচে BSNL-এর ভাল রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) নিতে চাইলে এখানে রইল বিবরণ। বর্তমানে আপনি ৫০০ টাকার কমে ১৫০ দিনের ভ্যালিডিটি-সহ পাবেন দারুণ রিচার্জ প্ল্যান। দীর্ঘ মেয়াদে এখানে থাকছে আনলিমিটেড ডেটার (Unlimited Data) মতো সুবিধা।
1 BSNL-এর 197 টাকার প্ল্যান
এই প্ল্যানটি 70 দিনের ভ্য়ালিডিটি অফার করে। অর্থাৎ, 200 টাকার কমে কোম্পানি দুই মাসের বেশি ভ্য়ালিডিটি দিচ্ছে এখানে। এই প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বলতে গেলে ব্যবহারকারীদের প্রথম 18 দিনের জন্য আনলিমিটেড কলিং দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা এতে দেশের যেকোনো নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও, প্রথম 18 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS দেওয়া হচ্ছে।
2 BSNL-এর 199 টাকার প্ল্যান
BSNL গ্রাহকরা মাত্র দুই টাকা অতিরিক্ত দিয়ে এক মাসের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেতে পারেন এখানে। আসলে, BSNL-এর 199 টাকার রিচার্জ প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা প্রতিদিন বিনামূল্যে কলিং ও 2GB ডেটার সুবিধা পেতে পারেন। এর সঙ্গে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে।
3 BSNL-এর 397 টাকার প্ল্যান
BSNL-এর এই প্ল্যানটি 150 দিনের বৈধতার সঙ্গে আসে। যার অর্থ ব্যবহারকারীদের 5 মাসের জন্য বৈধতা নিয়ে চিন্তা করতে হবে না। দীর্ঘ মেয়াদের পাশাপাশি কোম্পানি এই প্ল্যানে প্রথম 30 দিনের জন্য বিনামূল্যে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB ডেটা এবং 100টি SMS অফার করছে। অর্থাৎ প্রথম এক মাসের জন্য এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস সহ সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। এর পরেও এটি আপনার কানেকশন অ্যাক্টিভ রাখবে।
বেসরকারি টেলিকম কোম্পানির ভিড়ে এবার উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL । দীর্ঘ ১৭ বছর পর লাভের মুখ দেখল এই সরকারি টেলিকম কোম্পানি (BSNL Q3 Result)। প্রকাশ্যে এল কোম্পানির ত্রৈমাসিক ফল। তবে কি এটাই মোদি ম্যাজিক (Modi Magic) ?
কত কোটি টাকা লাভ করেছে কোম্পানি
হিসেব বলছে, BSNL ডিসেম্বর ত্রৈমাসিকে 262 কোটির নিট মুনাফা পোস্ট করেছে। প্রায় 17 বছর পর লাভের মুখ দেখেছে কোম্পানি। এই বিষয়ে মুখ খুলেছেন মোদি সরকারর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার এই ফলকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন। বর্তমানে ভাল পরিষেবা অফার ও গ্রাহক বেস সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। যার সুফল এসেছে হাতেনাতে।
আরও পড়ুন : Fixed Deposit : ফিক্সড ডিপোজিটে ৮.৫ শতাংশ সুদ, ৩১ মার্চ পর্যন্ত এই চার ব্য়াঙ্ক দিচ্ছে অফার