দুবাই: লিগের দ্বৈরথে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিরুদ্ধে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আরও একবার ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)  দ্বৈরথ। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারানোর পর অবশ্য লিগে হারের বিষয়ে কোনও চাপ অনুভব করতে চাইছেন না কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। 


লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ম্য়াচের পর স্যান্টনার বলেন, ''আমার মনে হয় আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দলের বিরুদ্ধে দুর্দান্ত ম্য়াচ জিতলাম। তবে আপাতত দুবাইয়ে আমাদের সবার নজর। সেখানে এর আগে ভারতের বিরুদ্ধে লিগের ম্য়াচে আমরা খেলেছি। আশা রাখব ফাইনালেও আমরা দারুণ পারফর্ম করতে পারব।'' লিগে ভারতের বিরুদ্ধে ম্য়াচে ৪৪ রানে হারতে হয়েছিল কিউয়িদের। সে কথা যদিও মনে রাখতে চাইছেন না কিউয়ি অধিনায়ক। তিনি বলছেন, ''আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। ফাইনালে খেলতে নামছি। তাই পুরনো ম্য়াচের ফলের কথা ভেবে লাভ নেই। ম্য়াচে প্রথমে ব্য়াটিং করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাটাই আমাদের লক্ষ্য থাকে।''


বাঁহাতি কিউয়ি অলরাউন্ডার আরও বলেন, ''দুবাইয়ে ভারতের বিরুদ্ধে লিগের ম্য়াচেও আমরা ওঁদের চাপে ফেলেছিলাম। যা আত্মবিশ্বাস বাড়িয়েছিল আমাদের। বোলাররা ভারতের ব্যাটারদের চাপে ফেলছিল। যা দেখে বেশ ভাল লেগেছে। টস জিততে পারলে এবারও ভাল হবে।'' উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে লিগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন কিউয়ি পেসার ম্য়াট হেনরি।


ফাইনালে বৃষ্টি হলে কী হবে?


আইসিসির নিয়ম বলছে, যদি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টি খেলায় বাধার সৃষ্টি করে, সেক্ষেত্রে প্রথমে ওভার সংখ্যা কমিয়ে আনা হতে পারে। অন্তত পক্ষে ২০ ওভারের ম্য়াচ যাতে করা যায়, আম্পায়াররা সেটিই দেখবেন। কিন্তু যদি ৯ মার্চ বৃষ্টির জন্য এক বলও খেলা না হয়, সেক্ষেত্রে ১০ মার্চ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।


ফাইনাল ম্য়াচের ফল যদি ড্র হয়। ম্য়াচ যদি টাই হয়। সেক্ষেত্রে সুপার ওভারের আয়োজন করা হবে। আগে যেমন ঠিক করা হত যে বাউন্ডারি যে দল বেশি হাঁকাবে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু পরে এই নিয়ম বদলে যায়। যদিও দুবাইয়ের পরিবেশ একেবারেই চিন্তার কোনও কারণ নেই দুটো দলের কাছে। ক্রিকেট সমর্থকদের কাছে তাই ২২ গজের ডুয়েল দেখা শুধু সময়ের অপেক্ষা।