Nirmala Sitharaman: অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) রেলের (Indian Railway) জন্য সেভাবে বড় ঘোষণা এল না। যার জেরে রেলের স্টকে দেখা গেল না গতি। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশে তিনটি রেল করিডর চালু করা হবে। জেনে নিন, রেল নিয়ে আরও কী থাকছে মোদি সরকারের বাজেটে।


আম আদমির জন্য বাজেটে কী 
যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে বেশকিছু উন্নত পরিষেবার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনার আওতায় রেলের কাজগুলিকে আরও দ্রুত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একটি মালবাহী প্রকল্পও তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি ৪০ হাজার সাধারণ রেল কোচকে বন্দে ভারতে রূপান্তর করা হবে। বিমানবন্দরের সংখ্যা বেড়েছে। এভিয়েশন কোম্পানিগুলো এক হাজার বিমানের অর্ডার নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে নির্মলা সীতারামন।


মেট্রো ও নমো ভারতে অগ্রাধিকার
এদিন অর্থমন্ত্রী বলেছেন,মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে দ্রুত নগরায়ণ ঘটেছে দেশে। আগামী দিন এই গতি আরও বাড়বে। সেই ক্ষেত্রে মেট্রো রেল ও নমো ভারতে ভরসা করে এগোবে কেন্দ্রীয় সরকার।  


বিনামূল্যে বিদ্যুৎ !
প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভারতের ১ কোটি পরিবার। এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে ১ কোটি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। অযোধ্যায় রামমন্দিরের সফল প্রতিষ্ঠার সৌজন্য স্বরূপ ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে বলেই জানান নির্মলা সীতারামন।


২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে উদ্ধার
লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন নির্মলা। সেখানে সরকারের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা হয়েছে বলে দাবি করেন তিনি। গত ১০ বছরে মোদি সরকার এই অসাধ্য সাধন করে দেখিয়েছে বলে জানান তিনি। নীতি আয়োগের ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স-এর রিপোর্ট অনুযায়ী এই দাবি করেছে কেন্দ্র।


এদিন সংসদে নির্মলা বলেন, "গরিব কল্যাণ এবং দেশের কল্যাণের ব্রত নিয়ে গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বাইরে বের করে আনতে পেরেছে নরেন্দ্র মোদির সরকার। আমরা দরিদ্রের হাত শক্ত করায় বিশ্বাসী। সবকা সাথ নীতি নিয়ে চলে, জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে ৩৪ লক্ষ কোটি টাকা সরাসরি মানুষের হাতে হস্তান্তর করা গিয়েছে। ২০৪৭ সালের মধ্যে দেশ 'বিকশিত ভারতে' পরিণত হবে। আমাদের লক্ষ্য, সবকা সাথ, সবকা বিকাশ। "


Cervical Cancer Vaccination: সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা মেয়েদের, ঘোষণা নির্মলার