Trading Day: আগামী ১ ফেব্রুয়ারি দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। এদিন শনিবার পড়েছে, ফলে সাধারণ নিয়মে শেয়ার বাজারে ছুটি থাকে। কিন্তু এবারের বাজেট পেশের (Budget 2025) দিন শনিবার হলেও এদিন খোলা থাকবে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (Trading Day) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ জানিয়েছে আগামী শনিবার বাজারে ট্রেড করা যাবে। পুরোদমে চলবে ট্রেডিং। একইসঙ্গে কমোডিটি বাজারও (Stock Market Holiday) খোলা থাকবে এদিন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বাজেট পেশ করবেন, তবে বাজারে মুনাফা করা যাবে সেই দিনও।
সোমবার একটি সার্কুলার জারি হয়েছে যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ উভয়ের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে যে বাজেট পেশের দিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি শনিবার ট্রেডিং করা যাবে ভারতের শেয়ার বাজারে। আর বাজেট পেশ উপলক্ষ্যে সেদিন বাজারে একটি উল্লেখযোগ্য দিন হয়ে উঠবে।
এর আগেও শনিবার বাজেট পেশ (Budget 2025) উপলক্ষ্যে বাজার খোলা ছিল ভারতে। ইতিহাস তাই বলছে। এর আগে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ভারতের পূর্ণাঙ্গ বাজেট পেশ উপলক্ষ্যে শনিবার হলেও খোলা ছিল ভারতের শেয়ার বাজার। সাধারণত প্রতিদিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে সময়ে বাজার খোলে, এদিন শনিবারেও একইসঙ্গে বাজার খুলবে। ইকুইটি বাজার (Stock Market Holiday) শুরু হবে সকাল ৯টা ১৫ থেকে, চলবে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। তবে কমোডিটি ডেরিভেটিভ বাজারের সময় কিছুটা বাড়বে এদিন, বিকেল ৫টা পর্যন্ত করা যাবে ট্রেডিং। তবে ছুটির দিন হওয়ার কারণে T0 সেশন শিড্যুল করা হবে ট্রেডিংয়ের জন্য।
প্রতি বছর ভারতের আর্থিক পরিকল্পনা জানানোর জন্য এই বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কোনো আর্থিক প্রকল্প, সরকারের খরচ এবং বিনিয়োগের ব্যাপারে সাধারণ মানুষকে স্বচ্ছ্ব ধারণ দেওয়ার জন্য এই বাজেট পেশ করা হয়। বাজেটের প্রস্তুতির কারণে এদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি প্রি মার্কেট সেশন চলবে সকাল ৯টা থেকে ৯টা বেজে ৮ মিনিট পর্যন্ত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সারা দিন নিয়ম মেনে পরিমিত হবে।