Budget Car In India: আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই জেনে নিন এই তথ্য। কম বাজেটে গাড়ি কেনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই গাড়িগুলি। রক্ষণাবেক্ষণের খরচ কম ছাড়াও ভাল মাইলেজ পাবেন এই গাড়িতে। সব থেকে বড় বিষয় ৪ লাখের মধ্যে পাবেন ৫ আসনের গাড়ি। এই গাড়িগুলির মধ্যে রয়েছে মারুতি সুজুকির ২টি গাড়ি ছাড়াও ড্যাটসানের একটি মডেল।


Maruti Suzuki Alto
তালিকায় প্রথমেই রয়েছে মারুতি সুজুকি অল্টো (Maruti Suzuki Alto)। এটি মারুতির সবচেয়ে সস্তা গাড়ি। তবে মাইলেজের দিক থেকে সবাইকে পিছনে ফেলে দেবে এই ছোট হ্যাচব্যাক। এতে ৭৯৬সিসি পেট্রোল ইঞ্জিন দিয়েছে কোম্পানি। এটি একটি ৫ সিটার গাড়ি। যার ম্যানুয়াল ট্রান্সমিশন সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট। এর মধ্যে সিএনজি নিতে গেলে বেশি টাকা খরচ করতে হবে। পেট্রলে, এটি এক লিটার জ্বালানিতে ২২.০৫ কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে, সিএনজিতে, এটি এক লিটার গ্যাসে ৩১.৫৯ কিলোমিটার মাইলেজ দেয়। এর দাম শুরু ৩.১৫ লক্ষ 
টাকা এক্স-শোরুম।




Maruti Suzuki S-Presso
এর পরেই রয়েছে মারুতি সুজুকির এস-প্রেসো (Maruti Suzuki S-Presso)। এই গাড়িও ভাল মাইলেজ দেওয়ার ক্ষমতা ধরে। এতে ৯৯৮সিসি পেট্রল ইঞ্জিন রয়েছে। এটি একটি ৫ সিটার গাড়ি। যার ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্টের দাম সবথেকে কম। তবে এর  সিএনজি ভ্যারিয়েন্ট নিতে গেলে বেশি টাকা খরচ করতে হবে। পেট্রলে এটি এক লিটারে ২১.৫৩ কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়ি। যেখানে সিএনজিতে এটি এক লিটার গ্যাসে ৩১.১৯ কিলোমিটার মাইলেজ দেয়। এর মূল্য শুরু ৩.৮৫ লক্ষ টাকা এক্স-শোরুম।




Datsun Redi-GO
তিন নম্বরে রয়েছে Datsun RediGo-এর নাম। এটি ড্যাটসানের সবচেয়ে সস্তা গাড়ি। এতে ৭৯৯ ও ৯৯৯ সিসি পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি একটি ৫ সিটার গাড়ি। এর সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পাওয়া যায়। এর মধ্যে সিএনজি নিতে চাইলে সেই অপশন পাবেন না। এটি কেবল পেট্রলে পাওয়া যায়। এক লিটার পেট্রোল ২০.৭১ কিলোমিটার থেকে ২২ কিলোমিটার যেতে পারে। এর দাম শুরু ৩.৯৮ লক্ষ টাকা এক্স-শোরুম।