পোর্ট অফ স্পেন: যুব বিশ্ব কাপের ভারতীয় স্কোয়াডে করোনা হানা। আক্রান্ত ৬ জন। বিসিসিআইয়ের তরফে এই নিয়ে অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছেন ভারতীয় যুব দলের অধিনায়ক যশ ধূলও। বুধবারই যুব বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর সেই দলে ছিলেন না যশ। তখনই খোঁজ পড়ে। আর তার পরই শোনা যায় যে দলে করোনা হানা দিয়েছে। বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে আপাতত আক্রান্ত ক্রিকেটারদের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে, যশ ছাড়াও সহ অধিনায়ক এসকে রসিদ, মানব পারেখ, সিদ্ধার্থ পারেখ, আরাধ্যা যাদব, বাসু ভাটস এই ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। প্রত্যেকেই এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। এদিন ম্যাচের আগে প্রতিদিনের মতো এদের আরটিপিসিআর টেস্ট করা হলে সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসে এই ক্রিকেটারদের। ফের যদি এই ক্রিকেটারদের রিপোর্ট পজিটিভ আসে, তবে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। ত্রিনিদাদের নিয়ম অনুযায়ী মোট ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু প্লেয়ারদের ক্ষেত্রে তা ৫ দিন কম হতে পারে।
এদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান বোর্ডে তুলে নিল ভারতীয় যুব দল। হরনূর সিংহ ১০১ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। ওপেনিংয়ে অনক্রিস রঘভাংশী ৭৯ রানের ইনিংস খেলেন। রাজ বাওয়া ৪২ রান করেন। যশের বদলে এদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন নিশান্ত সিন্ধু। তিনি ৩৬ রানের ইনিংস খেলেন।
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। দাদারা প্রোটিয়াদের দেশে গিয়ে টেস্ট সিরিজ হেরে এলেও ভাইরা কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ল না প্রতিপক্ষকে। প্রথম ম্যাচে ৪৫ রানে জয় ছিনিয়ে নিল ভারতের তরুণরা। অধিনায়ক হিসবে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেললেন যশ ধূল। প্রথমে ব্যাট করে ভারত ২৩২ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।