নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ড বিনিয়োগে ১০ শতাংশ টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) ধার্য করার যে প্রস্তাব এবারের বাজেটে করা হয়েছে, তা শুধুমাত্র ডিভিডেন্ডের ওপরই সীমাবদ্ধ থাকবে। ইউনিট বেচে প্রাপ্ত আয়ের ওপর তা কার্যকর হবে না। এমনটাই জানিয়ে দিল আয়কর দফতর।
শেয়ারহোল্ডার বা ইউনিট হোল্ডারদেরকে মিউচুয়াল ফান্ড সংস্থা ও কোম্পানিগুলির দেওয়া ডিভিডেন্টের ওপর যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স (ডিডিটি) ধার্য করা হত, তা গত শনিবার, সংসদে ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় প্রত্যাহার করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার পরিবর্তে সেখানে মিউচুয়াল ফান্ড সংস্থা ও কোম্পানিগুলির দেওয়া ডিভিডেন্ডের ওপর ১০ শতাংশ টিডিএস ধার্য করার প্রস্তাব দেওয়া হয়, যদি সেই ডিভিডেন্ড থেকে আয় বার্ষিক ৫ হাজার টাকার বেশি হয়।
এপ্রসঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স(সিবিডিটি)-র তরফে ব্যাখ্যা দেওয়া হয়। বলা হয়, কেবলমাত্র ডিভিডেন্ড থেকে আয়ের ক্ষেত্রে এই কর ধার্য করা হবে। তবে, ক্যাপিটাল গেইন বা শেয়ার বা ইউনিটি বিক্রি করে প্রাপ্ত অর্থের ওপর কোনও টিডিএস ধার্য হবে না।
মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড থেকে আয়ের ওপর ১০ শতাংশ টিডিএস, ইউনিট বিক্রির প্রাপ্ত অর্থে নয়: আয়কর দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 03:38 PM (IST)
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স(সিবিডিটি)-র তরফে ব্যাখ্যা দেওয়া হয়।
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -