নয়াদিল্লি: ব্যাঙ্কে টাকা রাখা আমজনতার জন্য় বিমা সুরক্ষার কভার ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব দিলেন নির্মলা সীতারমন। রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান নিয়মে কোনও ব্য়াঙ্ক ফেল করলে অর্থাত দেউলিয়া হলে প্রতিটি লগ্নিকারী আসল ও সুদ- সব ধরে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। সেভিংস বা ফিক্সড ডিপোজিট অ্য়াকাউন্টে যে ধরনের সঞ্চয়ই থাকুক, এতটাই সুরক্ষা কভার আছে। ১৯৯৩ সালে ৩০ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ টাকা হয় কভার। সেটাই এবার বাড়ছে। ডিপোজিট ইনসিওরেন্স স্কিমের আওতায় বেসরকারি, সরকারি, কোঅপারেটিভ বা ভারতে বিদেশি ব্যাঙ্কের শাখা-সব ব্যাঙ্কই পড়ে। সেভিংস, ফিক্সড ও রেকারিং ডিপোজিট বা রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের বিমার আওতায় পড়া আমানতও এই স্কিমের মধ্যে আছে।

২০১৭য় রিজার্ভ ব্যাঙ্ক সার্কুলার দিয়ে সব বাণিজ্যিক, ক্ষুদ্র ও পেমেন্ট ব্যাঙ্ককে নির্দেশ দেয়, গ্রাহকের পাসবইয়ের সামনের দিকে ডিপোজিট ইনসিওরেন্স কভার সম্পর্কে তথ্যের উল্লেখ করতে হবে, সময়ে সময়ে বদল হলে কভারেজের কতটা ঊর্ধ্বসীমা, তাও জানাতে হবে। অনেক ব্য়াঙ্কই আমানতকারীদের পাসবইয়ে বা স্টেটমেন্টে লেনদেনের বিস্তারিত তথ্য দেয় না। উন্নত গ্রাহক পরিষেবার স্বার্থে ঠিক হয়েছে, ব্যাঙ্কগুলিকে অ্যাকাউন্টে এন্ট্রির ক্ষেত্রে ন্যূনতম বিস্তারিত দরকারি তথ্য দিতে হবে।