নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের রূপরেখা ব্যাখ্যা করে সংসদে দেওয়া ভাষণে ভারতে ২০০৬ থেকে ২০১৬-র মধ্যে ২৭১ মিলিয়ন অর্থাত্ ২৭ কোটি ১০ লক্ষ মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে বলে জানালেন নির্মলা সীতারমন। তিনি বলেন, এজন্য গর্ব হওয়া উচিত আমাদের।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমান গত ৫ বছরে কমেছে বলেও পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানিয়েছেন, ২০১৪-র মার্চে ঋণ ছিল ৫২.২ শতাংশ। তা ২০১৯ এর মার্চে কমে আসে ৪৮.৭ শতাংশে।
নির্মলা বলেন, আপনাদের আশা, আকাঙ্খা পূরণই এই বাজেটের লক্ষ্য়ে। ভয়ঙ্কর দানবীয় ইনস্পেক্টর রাজের অবসান হয়েছে। বছরে ৬০ লক্ষ নতুন করদাতা কর ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে নিজের দ্বিতীয় বাজেটের মূল সুরটি কী, তা বোঝাতে গিয়ে তিনি বলেন, আশাআকাঙ্খা, প্রত্যাশামুখী ভারত, আর্থিক উন্নয়ন, খেয়াল, যত্নবান সমাজ তৈরি। এগুলিই তাঁর বাজেটের মূল কথা, থিম।
এমন একটা সময়ে আজ সাধারণ বাজেট পেশ হচ্ছে, যখন আর্থিক বৃ্দ্ধির (জিডিপি) হার গত ৬ বছরে সবচেয়ে কম। গতকাল পেশ হওয়া আর্থিক সমীক্ষায় ১ এপ্রিল থেকে শুরু হতে চলা অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকারের তরফে যদিও ২০১৮-১৯ বর্ষে বৃদ্ধির হার কমিয়ে ৬.১ শতাংশ ধরা হয়েছে।
তিনি আরও তথ্য দেন, পঞ্চাশের দশকে দেশের বৃদ্ধির হার চার শতাংশের বেশি ছিল, তা ২০১৪-১৯ বর্ষে বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে।