নয়াদিল্লি: শনিবার ২০২০-২১ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে উচ্চশিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগত মান বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইউজিসি।
একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান ডি পি সিংহ জানিয়েছেন, ‘স্বাধীনতার পর থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে। এখন সারা দেশে ৯৯৩টি বিশ্ববিদ্যালয়, ৩.৭ কোটি পড়ুয়া ও ১৪ লক্ষ শিক্ষক আছেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে স্নাতক হয়ে বেরনোর পর বহু তরুণ-তরুণী চাকরি পাচ্ছেন না বলে জানা গিয়েছে। শিল্প বিশেষজ্ঞদের অনেকেই সফট স্কিলের অভাবের কথা উল্লেখ করেছেন। আমরা এ বিষয়ে সচেতন। সমাজ ও দেশের প্রয়োজনের ক্ষেত্রে যাতে উচ্চশিক্ষাকে প্রাসঙ্গিক করে তোলা যায়, সেই চেষ্টা করছে ইউজিসি।’
বাজেটে উচ্চশিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি ইউজিসি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 04:01 PM (IST)
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণগত মান বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইউজিসি।
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -