নয়াদিল্লি: শুধু যে বড় বড় ঘোষণা আর কর ছাড়ের আশাতেই শিল্প ক্ষেত্রগুলি কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে থাকে তা নয়। এতে বোঝা যায়, সংশ্লিষ্ট সরকার দেশের অর্থনীতি নিয়ে কী ভাবছে, কোন পথে হাঁটতে চলেছে। ২০২০-২০২১ বাজেট নিয়েও শিল্প মহলের বিরাট আশা।


যেমন রিয়েল এস্টেট। আবাসিক ক্ষেত্রকে চাঙ্গা করার আশার পাশাপাশি তাদের দাবি, সরকার সস্তায় আবাসন ক্ষেত্রে নজর দিক। এতে রিয়েল এস্টেট অক্সিজেন পাবে, কাটবে ঝিমিয়ে পড়া ভাব। রিয়্যালিস্টিক রিয়্যালটর্সের চেয়ারম্যান হারিন্দর সিংহ হোরা জানিয়েছেন, ২০১৯-এ দেখা গিয়েছে, আবাসিক ক্ষেত্রের মন্দা এখনও কাটেনি। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ ব্যাপারে কিছু ঘোষণা করবেন বলে তাঁরা আশা করছেন। কর ছাড়ের মাত্রা বাড়ানো ও সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনায় উৎসাহ দেওয়া এ ক্ষেত্রে বিশেষ সাহায্য করতে পারে। তা ছাড়া বাজারের অবস্থার উন্নতি ও সব ঋণ এক সঙ্গে পুনর্গঠনের জন্য ওয়ান টাইম উইন্ডো দাবি করেছেন তাঁরা।

এমআরজি ওয়ার্ল্ড-এর জেএমডি রজত গোয়েলও বলেছেন, সস্তায় আবাসন ক্ষেত্রকে উৎসাহ দিতে সরকার কিছু ব্যবস্থা নেবে বলে তাঁদের আশা। এ ছাড়া যাতে সস্তায় গৃহনির্মাণ প্রকল্পে বেশি নির্মাতা এগিয়ে আসেন, সে ব্যাপারে কিছু দরকারি নীতি পরিবর্তন করা হতে পারে। হরিয়ানায় এ ব্যাপারে যা নীতি তা অনুসরণ করা যেতে পারে বলে তিনি মনে করছেন।

পুরভাঙ্কারা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশিস আর পুরভাঙ্কারা বলেছেন, এবারের কেন্দ্রীয় বাজেটে রিয়েল এস্টেট ক্ষেত্র বড় কিছু আশা করছে। ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারতের অগ্রগতিতে বড় ভূমিকা রাখে এই ক্ষেত্র। একে উৎসাহ দিলে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনই অন্যান্য ক্ষেত্রও উপকৃত হবে।