Budget effect on Share market: বাজটে ঘিরে প্রতিবারই আতঙ্ক তৈরি হয় শেয়ার বাজারে। বহুবার বাজেটের দিনই ধস নেমেছে নিফটি, বম্বে স্টক এক্সচেঞ্জে। জনমোহিনী বাজেট হলেই সূচক চলে যায় লাল রঙে। দেখে নেব অতীতে অর্থমন্ত্রীর বাজেট ভাষণের দিন কী হয়েছিল দালাল স্ট্রিটে।


Union Budget 2022: গত ১০টি বাজেটের ভাষণে ৬ বার 'রক্তাক্ত হয়েছে' বাজার (BSE Sensex)।খুশির হাওয়া বয়েছে কেবল ৪ বার। ২০২১ সালে সেরা বাজেট ভাষণের লাভ দেখে বাজার। গত বছর এক ধাক্কায় বাজেটের দিনে ৫ শতাংশ উঠেছিল সূচক। ১৯৯৯ সালের পর বাজেটের দিনে এই ধরনের উচ্চতা দেখেনি বাজার। ঠিক ২০২০ সালে ঘটেছিল একেবারে উল্টো ঘটনা। সেবার সেনসেক্স পড়েছিল ২.৪৩ শতাংশ। যা ১০ বছরে সবথেকে বেশি।  


দেখে নিন গত ৫ বছরে বাজেটের দিন কী প্রতিক্রিয়া দিয়েছে বাজার। 


Budget 2021


2021 সালের বাজেটকে স্বাগত জানিয়েছিল দালাল স্ট্রিট।বাজার বিশ্লেষকদের মতে, বৃদ্ধি-ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ বাজেট হয়েছিল গত বছর। BSE সেনসেক্স 2,300 পয়েন্ট বা 5% বেড়ে 48,600 এ বন্ধ হয়েছিল সেই দিন। পাশাপাশি NSE নিফটি 647 পয়েন্ট বা 4.74% বেড়ে 14,281 এ থেমেছিল। 1999 সালের পর থেকে বাজেটের দিনে দেশীয় পুঁজির সেরা পারফরম্যান্স ছিল এটি। যেখানে সূচক 6.5% বৃদ্ধি পেয়েছিল।


Budget 2020
2020 সালের কেন্দ্রীয় বাজেটে দালাল স্ট্রিটকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিএসই সেনসেক্স 988 পয়েন্ট বা 2.43% কমে 39,735 এ বন্ধ হয়েছে সেবার। নিফটি 50 সেদিন 300 পয়েন্ট বা 2.51% কমে 11,662 এ শেষ হয়েছে। গত 12 বছরের মধ্যে বাজেটের দিনে এটি ছিল সবচেয়ে বড় পতনের সাক্ষী।


Budget 2019
সেই বছর বাজেট ভাষণে কোনও বড় আশা দেখতে পায়নি বাজার। যার ফলস্বরূপ বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি সামান্য বেশিতে বন্ধ হয়েছে। কেন্দ্রীয় বাজেট 2019 বাজারে কোনও বড় দিশা দিতে ব্যর্থ হয়েছে। সেনসেক্স 212 পয়েন্ট বা 0.59% বেশি, 36,469-এ শেষ হয়েছে, যেখানে নিফটি 10,900-চিহ্নের সামান্য কমে বন্ধ হয়েছে।


Budget 2018
2018 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ফেব্রুয়ারি 1 তারিখে তাঁর শেষ বাজেট পেশ করেছিলেন। সেবার স্টক মার্কেট বাজেটের বিষয়ে  সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছিল। সেনসেক্স পড়েছিল 0.16%। কেন্দ্রীয় সরকার বাজেটে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর (long term capital gains tax)চালু করার পরে বাজার আরও দুর্বল হয়ে পড়ে। এরফলে বাজারে বিনিয়োগকারীদের আরও বেশি লভ্যাংশ কর দিতে হয়। অপশন ও সিকিউরিটিজ লেনদেন কর (options and dividend tax)-এর ফলে 10 লক্ষের উপরে লভ্যাংশ প্রাপ্তিতে কর ঘোষণা করে সরকার। যাতে বাজার নিম্নমুখী হয়।


Budget 2017
2017 সালে প্রথমবার সংসদে বাজেট পেশ করেন অরুণ জেটলি। সেই বছরই নরেন্দ্র মোদি সরকার ফেব্রুয়ারির শেষে কেন্দ্রীয় বাজেট পেশ করার প্রথা বাতিল করে তা 1 ফেব্রুয়ারিতে নিয়ে আসে। সেবারই সরকার ঔপনিবেশিক যুগের প্রথার অবসান ঘটিয়ে পৃথক রেল বাজেট পেশ করার প্রথাও বন্ধ করে দেয়।


সেবার ইক্যুইটিগুলিতে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী মূলধন লাভ করের (long term or short term capital gains tax on equities) উল্লেখ না করায় বাজার বাজেট প্রস্তাবগুলিতে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানায়। BSE Sensex  1.76% বেড়ে শেষ হয়েছে। পরিসংখ্যান বলছে, 2010 ও 2019-এর মধ্যে এটি সর্বোচ্চ বাজেটের দিন বৃদ্ধি।