নয়াদিল্লি: বেলা বাড়লে সংসদে বাজেট (Union Budget 2022) পেশ। তার আগে সামনে এল সুখবর। পণ্য পরিষেবা কর বাবদ (Goods and Services Tax/GST)এক মাসে কেন্দ্রের আয় (GST Collection) ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল। শুধুমাত্র জানুয়ারিতেই অত টাকা আয় হয়েছে জিএসটি থেকে। তার আগে ডিসেম্বর মাসে জিএসটি বাবদ কেন্দ্রের আয় ছিল ১ লক্ষ ২৯ হাজার কোটি টাকা।
সোমবার দুপুর ৩টে পর্যন্ত পাওয়া হিসেবে ১ লক্ষ ৩৮ হাজার কোটির আয় দেখিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, ২০২১-এর জানুয়ারির তুলনায় এ বছর জানুয়ারিতে জিএসটি বাবদ আয় বেড়েছে ১৫ শতাংশ। ২০২০-র তুলনায় আবার আয় বৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। আবার গত বছরের তুলনায়, এ বছর জানুয়ারিতে আমদানিকৃত পণ্যের উপর থেকে সংগৃহীত জিএসটি বাবদ আয় বেড়েছে ২৬ শতাংশ। ঘরোয়া লেনদেন থেকে সংগৃহীত ১২ শতাংশ আয় বেড়েছে।
জিএসটি বাবদ আয় নিয়ে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে বলা হয়, “২০২২ সালের ৩১ জানুয়ারি দুপুর ৩টে পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৩৯৪ কোটি টাকা আয় হয়েছে জিএসটি থেকে। এর মধ্যে সিজিএসটি (CGST) বাবদ আয় হয়েছে ২৪ হাজার ৬৭৪ কোটি টাকা, এসজিএসটি (SGST) বাবদ ৩২ হাজার ১৬ কোটি টাকা এবং আইজিএসটি (IGST) বাবদ ৭২ হাজার ৩০ কোটি টাকা (আমাদানিকৃত পণ্য থেকে ৩৫ হাজার ১৮১ কোটি টাকা) আয় হয়েছে। সেস (Cess) বাবদ (আমদানিকৃত পণ্য থেকে ৫১৭ কোটি টাকা) আয় হয়েছে ৯ হাজার ৬৭৪ কোটি টাকা।”
এর আগে, ২০২১ সালের ডিসেম্বর মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ২৯ হাজার ৭৮০ কোটি টাকা আয় হয়েছিল কেন্দ্রের। নভেম্বরে জিএসটি বাবদ আয় ছিল ১ লক্ষ ৩১ হাজার টাকা, জিএসটি কার্যকর হওয়ার পর থেকে যা ছিল দ্বিতীয় সর্বাধিক আয়। ২০২১ সালের এপ্রিল মাসেই জিএসটি বাবদ সর্বাধিক আয় হয়েছিল কেন্দ্রের, ১ লক্ষ ৩৯ হাজার ৭০৮ কোটি টাকা। সব মিলিয়ে এই নিয়ে চতুর্থ বার জিএসটি বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল।
কেন্দ্র জানিয়েছে, সিজিএসটি বাবদ মেটানো হয়েছে ২৯ হাজার ৭২৬ কোটি টাকা। এসজিএসটি বাবদ ২৪ হাজার ১৮০ কোটি এবং অ্যাড হকের ভিত্তিতে আইজিএসটি বাবদ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ৫০-৫০ অংশীদারিত্বে ৩৫ হাজার কোটি টাকার বকেয়া মেটানো হয়েছে। জিএসটি বাবদ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষতিপূরণ মেটানো হয়েছে ১৮ হাজার কোটি টাকার।