নয়াদিল্লি : ফেব্রুয়ারিতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন (Budget 2022-23) । তার আগে, মঙ্গলবার সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman) । এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। তবে চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।  এক নজরে বাজেট হাইলাইটস ( budget highlights)



  • ‘অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা’

  • ‘ভারত আগামী ২৫ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন’

  • ‘এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে’

  • ‘আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি’

  • ‘মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি’

  • ‘আমরা যে বাজেট পেশ করব তাতে ভারত স্বাধীনতার ১০০ বছরে কী হবে তার রূপরেখা থাকবে’

  • ‘গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে’

  • ‘আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি’

  • ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে’

  • ‘আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে’

  • ‘আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব’

  • ‘আমরা উত্পাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি’ 

  • ‘সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে’

  • ‘পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ’

  • ‘পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে’

  • ‘এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে’

  • ‘কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্প’

  • ‘কৃষিক্ষেত্রে উত্পাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে’

  • ‘গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষের ব্যবস্থা হবে’

  • ‘২০২৩-এ মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে’

  • ‘ স্থানীয় ব্যবসায় উৎসাহ দিতে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প’

  • স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে’

  • ‘তপশিলি শিশুদের জন্য তৈরি হচ্ছে বিশেষ টেলিভিশন চ্যানেল’

  • ‘তপশিলি শিশুদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে এই টেলিভিশন চ্যানেল’

  • ‘দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি হবে’

  • ‘আইটি হাবগুলি তৈরি করবে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি’

  • ‘প্রতি ঘরে পাইপের জল পৌঁছে দেওয়ার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ’

  • ‘৮০ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন’

  • ‘এরজন্য রাজ্যসরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে’

  • ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ’

  • ‘১০.৩০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন’