Budget Session 2022 LIVE Updates: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে

Union Budget 2022: প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

abp ananda Last Updated: 31 Jan 2022 04:55 PM

প্রেক্ষাপট

নয়া দিল্লি: শুরু হল সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget)। দুই পর্বে অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন।...More

Budget Session 2022 LIVE: কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে

কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? কর্মসংস্থানে কী দিশা? সব নজর বাজেটে