নয়াদিল্লি : ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। ' মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ' প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস।
তবে এই বাজেটের কড়া সমালোচনা করেছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি প্রশ্ন তুলেছে, ' এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই, বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’
বাজেট নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি, পেগাসাস-স্পিন বাজেট'
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়েই বাজেটের সমালোচনা করেছেন রাহুল গাঁধী। তিনি ট্যুইটারে লেখেন, M0di G0vernment এর Zer0 সাম বাজেট! এদের জন্য কিছুই না - বেতনভোগী শ্রেণী - মধ্যবিত্ত - দরিদ্র ও বঞ্চিত - যুব সমাজ - কৃষক - এমএসএমই
তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইটারে চরম খোঁচা দিয়েছেন মোদি সরকারকে। কমেছে হিরের দাম। তাই তিনি লিখেছেন - ' হিরে এই সরকারের পরম বন্ধু। বাকিদের জন্য—কৃষক, মধ্যবিত্ত, দৈনিক উপার্জনকারী, বেকার—এই হল একজন প্রধানমন্ত্রী (করে না) কেয়ার #Budget2022'