নয়া দিল্লি : "৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন চালু হবে। ১০০ গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি হবে।" বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতামণের।


৫ রাজ্যে ভোটের আগে দরাজ হস্ত অর্থমন্ত্রী (Finance Minister)। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা। প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি।


আরও পড়ুন ; ৬০ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাজেট ভাষণ শুরু করলেন নির্মলা


এছাড়া আর যা যা ঘোষণা করলেন অর্থমন্ত্রী-



  • ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে

  • জোর দেওয়া হবে পরিকাঠামো নির্মাণে

  • পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান চালু হচ্ছ

  • শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও

  • পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ

  • রেলে পিপিপি মডেলকে আরও উত্সাহ দেওয়া হবে

  • পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে প্রকল্প

  • ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে

  • ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়কের বিস্তার

  • জৈব চাষে উত্সাহ দেওয়া হবে

  • ৫টি নদীকে পরস্পরের সঙ্গে জুড়তে নতুন পরিকল্পনা

  • তফশিলি শিশুদের শিক্ষার জন্য বিশেষ টিভি চ্যানেল

  • মূল্যবৃদ্ধি কমাতে ভোজ্যতেলের দামে নজর

  • প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ

  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩-এ বাড়ি পাবেন ৮০ লক্ষ পরিবার

  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা

  • ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে

  • ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি 

  • শহরাঞ্চলে গণ পরিবণ ব্যবস্থার উন্নতির জন্য আমরা সচেষ্ট

  • শহরে স্থানাভাব মেটাতে জমি সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হবে