নয়াদিল্লি:  আগামী অর্থবর্ষেই ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) শেয়ার বাজারে ছাড়া (IPO) হবে। মঙ্গলবার বাজেট পেশ করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ২০২২-’২৩ অর্থবর্ষে এলআইসি ছাড়াও একাধিক সরকারি সংস্থায় বেসরকারি বিনিয়োগ টানা হবে বলে জানালেন সীতারামন।


রাজকোষের ঘাটতি মেটাতে এলআইসি-র অংশীদারিত্ব বিক্রির কথা আগের বাজেটেই জানিয়েছিল কেন্দ্র। বিলগ্নিকরণ থেকে ১ লক্ষ ৭৫ হাজার কোটি তোলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার পর থেকেই উদ্বেগে দিন কাটছিল বিনিয়োগকারীগদের। তবে এলআইসি-র মতো সংস্থার মূল্যায়ন ঘিরে সংশয়ে ছিলেন অনেকে। কত দিনে বাজারে আইপিও আনা যাবে, তা নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার তার অবসান ঘটালেন নির্মলা।  


গত বছর জুলাণ মাসে বিলগ্নিকরণের তালিকায় এলআইসি-র নথিভুক্তিকরণে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি। সুষ্ঠ ভাবে গোটা প্রক্রিয়া মেটাতে নিয়োগ করা হবয়ে ১০ মার্চেন্ট ব্যাঙ্কারও। গোটা দেশে এলআইসি-র প্রচুর স্থাবর সম্পত্তি রয়েছে। খাতায়-কলমে যার মূল্য একেবারে কম। তাই সঠিক মূল্যায়ন করে শেয়ারের দাম নির্ধারণ করা প্রয়োজন।  এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই আগামী অর্থবর্ষে এলআইসি-র আইপিও আনার ঘোষণা করলেও, কবে নাগাদ তা বাজারে মিলবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি কেন্দ্রের তরফে। এ ছাড়াও কোটি কোটি মানুষের বিনিয়োগ রয়েছে এলআইসি-তে। টাকা হারানোর ঝুঁকির দিকটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।





আরও পড়ুন: Union Budget 2022 : করোনাকালে স্কুল বন্ধ, শিশুদের জন্য পড়াশোনার চ্যানেল আনার ঘোষণা অর্থমন্ত্রীর


বিশেষজ্ঞদের মতে, এলআইসি বহু পুরনো সংস্থা। বাজারে মূল্য হতে পারে ১০ লক্ষ কোটি টাকার কাছাকাছি, যা তাবড় সংস্থার থেকে অনেক গুণ বেশি। কারণ দেশে যত জীবন বিমা সংস্থা রয়েছে, সবার উপরে রয়েছে এলআইসি। দেশের বাজারের প্রায় ৭০ শতাংশই তাদের দখলে রয়েছে। 


এলআইসি-র তরফে জানানো হয়েছে, যাঁরা বিমা করিয়েছেন, তাঁদের জন্যও আইপিও রাখা হবে। তাতে সাধারণ মানুষও ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার কিনতে পারবেন। মধ্যবিত্তের নাগালের মধ্যেই এলআইসি-র শেয়ারের দাম রাখা হবে বলে সূত্রের খবর. সেই সংক্রান্ত খসড়া তৈরির কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।কিন্তু এর শেয়ারের মূল্য কত হবে? মনে করা হচ্ছে, সরকার এই শেয়ারের মূল্য সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রাখতে চলেছে। শেয়ারের বাজারমূল্য হতে পারে প্রায় ১০ লক্ষ কোটি টাকা।