নয়াদিল্লি: ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোটের আগে আজ সংসদে বাজেট ( Budget 2022 updates ) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৫ রাজ্যে ভোটের আগে দরাজ হস্ত অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা। প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি।  এরই মধ্যে মধ্যবিত্তের জন্য খারাপ খবর - একই রয়ে গেল করকাঠামো। এবারও অপরিবর্তিত আয়কর। মধ্যবিত্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতিক্রিয়ায় জানাল কংগ্রেস। পেনশনে মিলবে আয়কর ছাড়। আয়কর রিটার্নে ভুলচুক হলে বকেয়া মেটাতে ২ বছরের বাড়তি সময় দিল সরকার। 


এবার সকলের নজর থাকে কোন জিনিসের দাম কমল, আর বাড়লরই বা কীসের। তারও আভাস মিলল অর্থমন্ত্রীর বাজেট পেশে। 


দাম কমছে
-------



  • হিরে

  • মোবাইল ফোন

  • মোবাইল চার্জার

  • পোশাক

  • চর্মজাত দ্রব্য

  • জুতো

  • বিদেশ থেকে আনা যন্ত্র

  • কৃষিকাজের সরঞ্জাম



দাম বাড়ছে



  • বিদেশি ছাতা

  • ইস্পাতজাত দ্রব্য


  • আরও পড়ুন :

    ‘একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো’, কর নিয়ে আর কী কী ঘোষণা নির্মলার



    আজকের বাজেট পেশে অর্থমন্ত্রী ঘোষণা করেন, চালু হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। চালু হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে লেনদেনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সি। ‘রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করা হবে’। এবারও বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রীর আশ্বাস দিলেন, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দ্রুততার সঙ্গে নিজের আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে ভারত।