নয়াদিল্লি :  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় 2023-24 সালের (বাজেট 2023-24) বাজেট পেশ করছেন। বাজেট বক্তৃতায়, নির্মলা সীতারামন দরিদ্রদের জন্য দারুণ স্বস্তির খবর দিলেন। বললেন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা ( PMGKY )  এক বছরের জন্য বাড়ানো হচ্ছে। অর্থাৎ আগামী ১ বছরের জন্য মানুষ বিনামূল্যে রেশন নিতে পারবে।



প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা কী?

করোনা অতিমারি কালে ভারতের প্রতিটি ঘরে যেন কাউকে না খেয়ে ঘুমাতে না হয়, সে কথা মাথায় রেখে মোদি সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) চালু করে। এতে পিছিয়ে পড়া মানুষকে  বিনামূল্যে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় প্রতি মাসে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার আওতায় ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে স্কিমটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।  কিন্তু পরে সরকার এটি চালিয়ে নিয়ে যায়। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ' এটি অমৃতকালের প্রথম বাজেট। বাজেটে আমাদের সরকার দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পৌঁছানোর চেষ্টা করছে। যুব সমাজ ও সকল শ্রেণির মানুষকে অর্থনৈতিক শক্তি প্রদান করাই আমাদের প্রচেষ্টা। ' তিনি আরও বলেন, বিশ্বে মন্দা সত্ত্বেও ভারতে বর্তমান বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশের কাছাকাছি। চ্যালেঞ্জ ভরা সময়ে ভারত উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। সারা বিশ্বের মানুষ ভারতের উন্নয়নের প্রশংসা করেছে। এই বাজেট আগামী ২৫ বছরের জন্য ব্লু প্রিন্ট। করোনা মহামারীর বিরুদ্ধে অভিযান দেশকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছে এবং বিশ্ব ভারতের শক্তিকে স্বীকৃতি দিয়েছে। ট 


এটি মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণ বাজেট। আগামী বছর নির্বাচনের আগে শুধু সম্পূরক বাজেট পেশ করবে মোদি সরকার।  অতিমারির ধাক্কা সামলানো গিয়েছে। তবে কাটেনি নড়বড়ে অবস্থা। তার উপর এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচনও (Lok Sabha Elections 2024)।  সেই আবহে বুধবার বড় পরীক্ষা ছিল এই বাজেট।


দ্বিতীয় দফায় সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Gocernment)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে বাজেট পেশ করছেন (Union Budget 2023)। এই মুহূর্তে সে দিকেই তাকিয়ে গোটা দেশ।


লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একাধিক জনমোহিনী ঘোষণা থাকবে বলে আঁচ করছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাতে গলায় কাঁটা হয়ে বিঁধছে প্রাক বাজেট অর্থনৈতিক সমীক্ষা। কারণ সমীক্ষা বলছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে দেশের অভ্যন্তরীণ উৎপাদন হার কমে ৬.৫ শতাংশ হতে পারে, যা বিগত তিন বছরের নিরিখে সর্বনিম্ন (Union Budget 2023 India)।