কলকাতা: এবারের বাজেট (Union Budget 2024) নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা তৃণমূলের। দলের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। তার মধ্যেই সম্ভবত বাজেট নিয়ে গোটা বক্তব্য বলে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফ থেকে বলা হয়েছে এটি কেন্দ্রীয় বাজেট নয়, শুধুমাত্র অন্ধ্র-বিহারের বাজেট।


 



এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'বারে বারে দেখেছি। সংসদে যা বলার বলব। ব্যর্থ বাজেট। জিরো গ্যারান্টি, জিরো বাজেট। ১২টা সাংসদ পাঠিয়েছে ফল শূন্য।'


তৃণমূল নেতা কুণাল ঘোষও (Kunal Ghosh) তোপ দেগেছেন বাজেটের বিরুদ্ধে। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। বাংলাকে আবার বঞ্চনা। অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা। দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই। শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।' 


 







বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীরও (CM Mamata Banerjee)। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, '১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট।' (mamata banerjee on budget)। মূল্যবৃদ্ধি ক্রমশ বাড়ছে দেশে, তা নিয়েও বাজেটে কোনওরকম দিশা নেই বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


তৃণমূল সাংসদ সাগরিক ঘোষ বলেন, 'এটা ব্যর্থ বাজেট। জিরো ওয়ারেন্টি বাজেট। দুই শরিককে ঘুষ দেওয়ার বাজেট। আমরা তৃণমূল থেকে বাংলা-বিরোধী এই বাজেটের তীব্র বিরোধিতা করছি। তৃণমূল রাজ্য সভা থেকে ওয়াক আউট করেছে। এই বাজেট যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘিত করেছে।'


বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'বিহার-ঝাড়খণ্ডের অনেকদিন ধরে দাবি ছিল। বিহারে যদি উন্নতি হয়, বাংলা কি পাবে না?'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:  বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহার-অসমে, বাজেটে বাংলার প্রাপ্তি শূন্য