নয়াদিল্লি: আজ দ্বিতীয়বার বাজেট পেশ করার সময় প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানালেন নির্মলা সীতারমন। তিনি বলেন, ‘আমি দূরদর্শী নেতা প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি পণ্য ও পরিষেবা করের (জিএসটি) মূল কারিগর ছিলেন। জিএসটি সবচেয়ে ঐতিহাসিক কাঠামোগত সংস্কার। জিএসটি ধীরে ধীরে একটি করে পরিণত হচ্ছে যা দেশের অর্থনীতির সঙ্গে মিশে যাচ্ছে।’

ভবিষ্যতে দেশের আর্থিক উন্নয়নের বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ‘২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের সরকার গঠন করার জন্য বিপুল জনাদেশ পান। তাঁর নেতৃত্বে আমরা মানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ। আমাদের প্রথম দফায় অনেক বদল আনা হয়েছে। দেশের মানুষ শুধু রাজনৈতিক স্থিতাবস্থার জন্যই এই জনাদেশ দেননি, তাঁরা আমাদের আর্থিক নীতির উপরেও আস্থা রেখেছেন।’