ওয়াশিংটন: ২০১৯ এ ভারতীয় অর্থনীতি প্রবল ধাক্কা খেয়েছে। কিন্তু অর্থনীতির এই নিম্নগতিকে কোনওভাবেই ‘রিসেশন’ বলা যাবে না, বলে মন্তব্য করলেন ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর।
" ২০১৯ এ ভারতীয় অর্থনীতি বড়সর ধাক্কার সম্মুখীন হয়েছে।...২০২০তে বৃদ্ধির হার ৫.৮ শতাংশ হবে বলে আশা করি। তারপর সেই বৃদ্ধি ২০২১ এ ৬.৫ শতাংশ ছোঁবে। ", বিদেশী সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন আইএমএফ এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা।
"নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি গত আর্থিক বছরে বড়সর সমস্যার সম্মুখীন হয়। সেটাই অর্থনীতির নিম্নগতির কারণ", দ্বিতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের আগের দিনই বললেন ক্রিস্টালিনা।
তিনি আরও বলেন, সারাদেশ যখন মোদি সরকারের আর্থিক নীতির সমালোচনায় সরব, ঠিক সেই সময়ই আইএমএফ এমডি বললেন, ভারত বেশ কয়েকটি আর্থিক সংস্কারনীতি গ্রহণ করেছে। তার দরুণ দেশের অর্থনীতি ভবিষ্যতে লাভবান হবে, কিন্তু কিন্তু স্বল্পমেয়াদী প্রভাব তো অর্থনীতিতে পড়বেই। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন ইউনিফায়েড ট্যাক্স সিস্টেম ও নোটবাতিলের কথা। বলেন, এগুলি সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি করলেও, সময়ের সঙ্গে সঙ্গে এর কিছু উপকার পাওয়া যাবে।
ভারতের এই অর্থনৈতিক অবস্থাকে কি মন্দা বলে চলে? এই প্রশ্নের উত্তরে জর্জিয়েভা বলেন, না। এর থেকে ভারত খুব দূরে না থাকলেও, একে অর্থনীতির চূড়ান্ত পতন বলা যেতে পারে কিন্তু রিসেশন নয়।
দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, যার প্রভাব পড়েছে পুরো অর্থনীতির উপর। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ভারত কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর থাকবে বলে মন্তব্য করেন আইএমএফ এমডি।
২০১৯ সালে ভারতীয় অর্থনীতি প্রবল ধাক্কার সম্মুখীন হয়েছে, কিন্তু এটা আর্থিক মন্দা নয়: আইএমএফ এমডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 09:55 AM (IST)
ভারতের এই অর্থনৈতিক অবস্থাকে কি মন্দা বলে চলে? এই প্রশ্নের উত্তরে জর্জিয়েভা বলেন, না। এর থেকে ভারত খুব দূরে না থাকলেও, একে অর্থনীতির চূড়ান্ত পতন বলা যেতে পারে কিন্তু রিসেশন নয়।
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -