নয়াদিল্লি: দ্বিতীয়বারের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঠিক তাঁর আগেই রাষ্ট্রপতিভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও তাঁর সহকারী দল। এবারেও আগের বছরের মতই তাঁর হাতে দেখা গিয়েছে লাল শালুতে মোড়া ‘বহি-খাতা’।
নির্মলার পূর্বসূরীরা অবশ্য ব্রিফকেস হাতেই বাজেট পেশ করতে পৌঁছতেন সংসদে। অরুণ জেটলিও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু নিয়ম বদলালেন নির্মলা। কেন?
গতবছর দেশের মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মন্যম বলেন, পশ্চিমি কায়দার দাসত্ব থেকে বেরিয়ে আসতেই নির্মলার এই ‘বহি-খাতা’ ভাবনা। তিনি বলেন, সীতারমন মনে করেন, চামড়ার জিনিস কোনও বড় পদক্ষেপের জন্য শুভ নয়। তাই তিনি চামড়ার ব্যাগ বা ব্রিফকেস ব্যবহার না করে হাতে তুলে নেন লাল শালু মোড়া বাজেট নথি।
গত জুলাইয়ে অর্থমন্ত্রী বলেন, মোদি সরকার ‘স্যুটকেস-বাহক-সরকার’ নয়!
শুধু বহি-খাতার বিষয়েই নয়, নির্মলা গতবছর স্বল্পদৈর্ঘের বাজেট-ভাষণ দিয়েও পূর্বসূরীদের ট্র্যাডিশন ভেঙেছেন। তবে এই ছক ভাঙা পথে হাঁটা বিজেপি সরকারের পুরনো রীতি। বাজপেয়ীর আমলে অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বিকেল ৫টার পরিবর্তে সকাল ১১টায় বাজেট পেশ করেন। পরবর্তীতে সেই ট্র্যাডিশনই সবাই পালন করছে।
কেন চামড়ার ব্যাগের বদলে 'বহি-খাতা' নির্মলার হাতে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 11:20 AM (IST)
নির্মলার পূর্বসূরীরা অবশ্য ব্রিফকেস হাতেই বাজেট পেশ করতে পৌঁছতেন সংসদে। অরুণ জেটলিও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু নিয়ম বদলালেন নির্মলা। কেন?
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -