Budget 2025: বাজেটে বড় আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, নতুন আয়কর ধাপ অনুযায়ী 12 লক্ষ টাকা বা 12.75 লক্ষ টাকা (স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে) পর্যন্ত উপার্জনের ওপর কোনও আয়কর দিতে হবে না।
বিশদে বুঝে নিন এখানে
উদাহরণ হিসাবে বলা যেতে পারে, নতুন পরিবর্তনগুলি চালু হওয়ার সঙ্গে সঙ্গে কোনও ব্যক্তি যদি 12 লক্ষ টাকা আয় করেন, তাহলে তিনি নতুন আয়করের নিয়মে 80,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। এই ক্ষেত্রে বর্তমান হার অনুসারে প্রদেয় করের পরিমাণে 100 শতাংশ ছাড় দেওয়া হবে। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির আয়কর হবে 0 শতাংশ।
তবে যদি কোনও ব্যক্তি বার্ষিক 12 লাখ টাকার বেশি আয় করেন সেই ক্ষেত্রে কী হবে দেখে নিন
যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ।
একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ।
কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে।
পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন ।
তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।
এখানে নতুন ট্যাক্স ব্যবস্থার টেবিল হাইলাইট করা হল
আয় অনুযায়ী করের হার
8 লাখ থেকে 12 লাখ 10%
12 লাখ থেকে 16 লাখ 15%
16 লাখ থেকে 20 লাখ 20%
২0 লাখ থেকে 24 লাখ 25%
24 লাখের ওপর হলে 30%
ওল্ড রেজিম ও নিউ রেজিম
এতদিন পর্যন্ত পুরনো আয়কর-কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমেও কর দেওয়া যেত। তাতে বার্ষিক আড়াই লক্ষ টাকা অবধি আয়ে কোনও কর দিতে হয় না। তারপর বার্ষিক আড়াই থেকে ৫ লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ কর দিতে হত। বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ এবং বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হত। এছাড়াও নতুন ব্য়বস্থা অর্থাৎ নিউ রেজিমেও কর দেওয়া যায়। সেখানে বার্ষিক ৩ লক্ষ অবধি আয়ে কোনও কর দিতে হয় না।
তবে তার ওপর আর কোনও করছাড় নেই। বার্ষিক ৩ লক্ষ ১ টাকা থেকে ৭ লক্ষ টাকা অবধি আয়ে ৫ শতাংশ কর দিতে হত। বার্ষিক ৭ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, বার্ষিক ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা অবধি আয়ে ১৫ শতাংশ, ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা অবধি আয়ে ২০ শতাংশ, এবং বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হত।