কলকাতা: আর্থিক সমীক্ষা নিয়ে সে ভাবে প্রতিক্রিয়া না মিললেও, কেন্দ্রীয় বাজেট নিয়ে সমালোচনায় সরব হলেন বিরোধীরা। বাজেটে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে এ বার অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এ বারের কেন্দ্রীয় বাজেটে(Union Budget 2022)  থেকে সাধারণ মানুষের প্রাপ্য শূন্য। বড় বড় কথা বলা ছাড়া কোনও কিছুকেই গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার।



মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বাজেট ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কেন্দ্র তা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। এমন পরিস্থিতিতে মমতাও কেন্দ্রের সমালোচনায় সরব হন। টুইটারে লেখেন, 'বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্য শূন্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি যাঁদের কাবু করে ফেলেছে। কেন্দ্রের মুখে শুধু বড় বড় কথা, যার কোনও গুরুত্বই নেই। এই বাজেট পেগাসাস স্পিন বাজেট। '



আরও পড়ুন: 


কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) গলাতেও ক্ষোভ ঝরে পড়ে। তিনি লেখেন, 'মোদি সরকারের অন্তঃসারশূন্য বাজেট। বেতনভোগী, মধ্যবিত্ত, দরিদ্র, বঞ্চিত মানুষ, যুবসমাজ এবং কৃষকদের জন্য কিছু নেই। ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের জন্যও নেই কিছু। '



শুধু মমতাই নন, কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন বিরোধী শিবিরের অন্য নেতা-নেত্রীরাও। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির কথায়, 'পরিকল্পনাহীন, অনুপ্রেরণা জোগাতে ব্যর্থ, অবাস্তব, অনুপযুক্ত এবং বোধবুদ্ধিহীন বাজেট।'


কংগ্রেস সাংসদ শশী তারুরের কথায়, 'এই বাজেট হতাশাজনক। আচ্ছে দিনের স্বপ্ন আরও দূরে সরে গেল। মধ্যবিত্ত স্বস্তি পেলেন না।' কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কথায়, 'বেতনভুক শ্রেণি এবং মধ্যবিত্ত অতিমারিতে রেহাই খুঁজছিলেন, যাতে মুদ্রাস্ফীতি, আয় কমে যাওয়া থেকে স্বস্তি মেলে। কিন্তু প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তাঁদের ফের নিরাশ করলেন। বেতনভুক এবং মধ্যবিত্তের সঙ্গে বঞ্চনা করা হল।'