কলকাতা: কলকাতা: PAN অথবা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর ১০ সংখ্যার একটি সংখ্যা যা ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ব্যাঙ্কিং ক্ষেত্রে। আয়কর দেওয়ার পাশাপাশি পরিচয়পত্র হিসেবেও প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। প্যান কার্ড থাকলে পরিষেবা অনেকটাই সহজতর হয়। আর এবার বাজেটে সেই প্যান কার্ড নিয়েই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'সব সরকারি ডিজিটাল এজেন্সিতে প্যান হবে মূল পরিচয়পত্র। কেওয়াইসি দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। পরিচয়পত্র-ঠিকানা সংশোধনের প্রক্রিয়া সহজতর হবে।' প্রসঙ্গত, পরিচয়পত্র নকল করার ঝুঁকি কমাতেই এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পরিচয়পত্র হিসাবে মেনে নেওয়া হবে বলেই জানান হয়েছে বাজেটে।
আরও পড়ুন, আরও ১ বছর বিনামূল্যে রেশন, বাজেট বক্তৃতায় ঘোষণা নির্মলার
তাই এবার থেকে ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসির জন্য সাধারণ পরিচয়পত্র হতে চলেছে প্যান কার্ড। পাশাপাশি কেওয়াইসি নীতির সরলীকরণের প্রস্তাবও দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকার একটি জাতীয় ডেটা গভর্নেন্স নীতি আনবে ভবিষ্যতে, যা কেওয়াইসি প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তুলবে।
এ প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ বলেন, "অত্যন্ত ভাল উদ্যোগ। গ্রাহকদের নানা সমস্যা আমরাও দেখতে পাই। এটা হলে গ্রাহকদের সুবিধা হবে। এছাড়াও বলা হয়েছে প্যান কার্ড প্রাইমারি আইডি কার্ড হবে। এটা খুব ভাল। নয়তো অনেকগুলি কার্ড নিয়ে চলাচল করা অসুবিধা। এই সিদ্ধান্তের কারণে ব্যাঙ্কের কাজেও অনেক সুবিধা হবে।"