Stock Market: বাজেট পেশের আগেই আদানি-হিনডেনবার্গ প্রসঙ্গ নিয়ে জোট বাঁধছে বিরোধীরা। গত সপ্তাহে আদানি গ্রুপের স্টকে মারাত্মক পতনের জেরেই পড়েছে ভারতের শেয়ার বাজার। যদিও আজ বাজেট শুরু হতেই দুরন্ত গতি দেখা গেল দালাল স্ট্রিটে। 


Uinion Budget 2023: কী অবস্থা সেনসেক্স-নিফটির ?
আজ প্রি মার্কেট ওপেনিং থেকেই গতি দেখায় বুলরা। ৫০৫ পয়েন্ট ওপের উঠে যায় সেনসেক্স। ৬০,০৫৫ পয়েন্টে চলে আসে সেনসেক্স। পিছিয়ে থাকেনি নিফটি । ১৪২ পয়েন্ট পেরিয়ে ১৭,৮০৩ পয়েন্টে চলে আসে নিফটি। যদিও সকাল ১১টার পরে নিফটি ৮৬ পয়েন্ট বেড়ে যায়।


ICICI ব্যাঙ্ক, UPL, ব্রিটানিয়া, Hindalco, Divis Labs, JSW Steel, Tata Consumer Products, Tech Mahindra, Hero MotoCorp নিফটি50 সূচকে শীর্ষ লাভকারী সংস্থা হিসাবে উঠে আসে। প্রাথমিক লেনদেনে 3 শতাংশ পর্যন্ত উঠে গিয়েছিল নিফটি। যদিও আজও আদানি এন্টারপ্রাইজ, বিপিসিএল, কোল ইন্ডিয়া, আইটিসি, এমএন্ডএম, এসবিআই লাইফ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক পিছিয়ে ছিল, 0.14 শতাংশ থেকে 1.3 শতাংশের মধ্যে।
 বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি যথাক্রমে 1.2 শতাংশ এবং 1.3 শতাংশ যোগ করেছে৷


সমস্ত সেক্টরাল সূচক উচ্চ লেনদেনের সঙ্গে বাজারে ট্রেড করছে। নিফটি ব্যাঙ্ক সূচক শীর্ষ লাভকারী ছিল আজ। যা আজ 1 শতাংশের বেশি বেড়েছে। এছাড়াও, নিফটি মিডিয়া, মেটাল ও ফার্মা সূচক প্রতিটি 0.6 শতাংশ অগ্রসর হয়েছে।