নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। গত বছর প্রথমবার ‘পেপারলেস’ বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। চিরাচরিত প্রথা অনুযায়ী বই-খাতা নিয়ে তিনি বাজেট পেশের দিন সংসদে হাজির হন ট্যাব নিয়ে। এবারও তিনি ‘পেপারলেস’ বাজেটই পেশ করবেন বলে জানা গিয়েছে।


কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।


মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী। বাজেট পেশের সময়সীমা থাকতে পারে ৯০ থেকে ১২০ মিনিটের মধ্যে। ২০২০ সালে ১৬০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। ভারতের বাজেটের ইতিহাসে সেটাই এখনও পর্যন্ত দীর্ঘতম বক্তৃতা। এবার তিনি কতক্ষণ ধরে বক্তব্য পেশ করবেন, সেটা অবশ্য এখনও জানা যায়নি।


কোথায়, কীভাবে দেখা যাবে বাজেট?


টিভিতে সরাসরি বাজেট পেশ দেখা যাবে সংসদ টিভিতে। এবিপি আনন্দেও সরাসরি বাজেট পেশ দেখা যাবে। টিভিতে এবিপি আনন্দ চ্যানেল ছাড়াও ইউটিউব, ফেসবুক পেজ, এবিপি লাইভ ওয়েবসাইট এবং অ্যাপে লাইভ টিভিতেও সরাসরি দেখা যাবে বাজেট পেশ। এছাড়া বাজেট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবর জানা যাবে এবিপি লাইভ অ্যাপ, ওয়েবসাইটে।


গত বছর স্বাধীনতার পর প্রথমবার বাজেটে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ, রাজস্ব আদায়ের পরিকল্পনা, অর্থবিল, নতুন কর সহ বাজেটের বিস্তারিত বিবরণ ছাপানো হয়নি। সবটাই হয়েছিল ‘পেপারলেস’ পদ্ধতিতে। অর্থমন্ত্রী গত বছরই প্রথমবার বাজেট মোবাইল অ্যাপ চালু করেন। সাংসদ, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ যাতে সহজেই বাজেটের বিস্তারিত তথ্য জানতে পারেন, তার জন্যই এই অ্যাপ চালু করা হয়। এবারও বাজেট অ্যাপের মাধ্যমেই বাজেটের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।