নয়াদিল্লি : করোনাকালে প্রায় দুই বছর বিদ্যালয় বন্ধ। শিশুরা স্কুলে যেতে পারছে না। অনলাইনে ক্লাস করার উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষকদের কাছ থেকে সান্নিধ্য পাচ্ছে না শিশুরা। তাই পড়াশোনাকে আরও সহজ করার জন্য বিশেষ পদক্ষেপ নিল মোদি সরকার। বাজেটে ঘোষণা করা হল শিশুদের জন্য একটি বিশেষ টেলিভিশন চ্যানেলের কথা। মূলত , ‘তপশিলি শিশুদের জন্য তৈরি হচ্ছে বিশেষ টেলিভিশন চ্যানেল, ‘তপশিলি শিশুদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে এই টেলিভিশন চ্যানেল’ জানালেন নির্মলা।  তিনি জানালেন, ‘১ থেকে ১২ ক্লাসের ছেলেমেয়েরা এখান থেকে সাহায্য পাবে। পি এম ইবিদ্যা - র আওতায় The ’One Class One TV Channel’ প্রকল্পে ২০০ টি টিভি চ্যানেল চলবে। প্রত্যেক রাজ্য স্থানীয় ভাষায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য সম্প্রচার করতে পারবে।  এছাড়াও তাঁর ঘোষণা , ‘দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি হবে। আইটি হাবগুলি তৈরি করবে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি’ জানালেন অর্থমন্ত্রী।


ফেব্রুয়ারিতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন (Budget 2022-23) । তার আগে, মঙ্গলবার সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman) । ২ বছরের বেশি সময় ধরে চলা করোনার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ! অসংখ্য মানুষের জীবনে রাতারাতি নেমে এসেছে অন্ধকার। তার মধ্যেই আকাশ ছুঁয়েছে পেট্রোপণ্য। রান্নার গ্যাসের দাম, শাক-সব্জি থেকে চাল-ডাল-তেলের দামও ঊর্ধ্বমুখী! এই অবস্থায়, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে?  কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। এক নজরে বাজেট হাইলাইটস ( budget highlights)



  • ‘অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা’

  • ‘ভারত আগামী ২৫ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন’

  • ‘এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে’

  • ‘আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি’

  • ‘মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি’

  • ‘আমরা যে বাজেট পেশ করব তাতে ভারত স্বাধীনতার ১০০ বছরে কী হবে তার রূপরেখা থাকবে’

  • ‘গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে’

  • ‘আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি’

  • ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে’

  • ‘আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে’

  • ‘আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব’

  • ‘আমরা উত্পাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি’ 

  • ‘সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে’

  • ‘পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ’

  • ‘পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে’

  • ‘এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে’