নয়া দিল্লি: অতিমারী আবহে মঙ্গলবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেটে তিনি পোস্ট অফিস এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে বেশ কিছু নতুন ঘোষণা করেন। পোস্ট অফিসকে রীতিমতো ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে এই বাজেটে। এদিন বাজেট ঘোষণার শুরুতে তিনি বলেন, "অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। ভারত আগামী ২৫ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে।"
পোস্ট অফিস ও ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী বলেন-
- ‘২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে’
- ‘১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল’
- ‘এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম-এর সুবিধা পাওয়া যাবে’
- ‘৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে’
- ‘ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি ’
এদিন অর্থমন্ত্রী বলেন, "আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি। মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি। আমরা যে বাজেট পেশ করব তাতে ভারত স্বাধীনতার ১০০ বছরে কী হবে তার রূপরেখা থাকবে। গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে’।
এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ"।
এছাড়াও তিনি বলেছেন, "স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন"। MSME সেক্টরের জন্য এই বাজেট কতটা সুবিধা দেবে এ প্রসঙ্গে ইনোভানা গ্রুপের চেয়ারম্যান ও এমডি চন্দন গর্গ বলেন, অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে এমএসএমই ক্ষেত্র। ৫ লক্ষ কোটি টাকার ঋণ এবং আর্থিক সহায়তা এই সেক্টরকে আরও উজ্জীবিত করবে।