অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ফেব্রুয়ারিতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে, মঙ্গলবার সংসদে বাজেট ( Union Budget) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( FM Nirmala Sitharaman ) । ২ বছরের বেশি সময় ধরে চলা করোনার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ! অসংখ্য মানুষের জীবনে রাতারাতি নেমে এসেছে অন্ধকার।



তার মধ্যেই আকাশ ছুঁয়েছে পেট্রোপণ্য, রান্নার গ্যাসের দাম! শাক-সব্জি থেকে চাল-ডাল-তেলের দামও ঊর্ধ্বমুখী!  এই অবস্থায়, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে?  কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ?

আরও পড়ুন : 


কোভিডের ক্ষতি ভুলতে চাইছে স্টার্টআপ, বাজেট থেকে কী চাইছে ইভি সেক্টর ?


বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বউবাজারের বাসিন্দা পৌষালি মল্লিক। বেসরকারি ব্যাঙ্কের কর্মী পৌষালী চান, কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। বেসরকারি সংস্থার কর্মী পৌষালি মল্লিক জানালেন, ' আমরা সাধারণ চাকুরিজীবী ট্যাক্সের দিকে নজর রাখি। এবছর যেটা চাইছি, ইনক্রিমেন্ট হয়নি, চাকরি চলে গেছে, মাইনে কমেছে। সেই অবস্থায় গিয়ে দেখছি বাজারের জিনিসের আগুন দাম। তার, ফলে আয়ের জায়গা আটকে আছে। অথচ ব্যায়ের জায়গা বেড়ে গেছে। ট্যাক্সের বার্ডেন একটু উদারভাবে দেখতে হবে।' 


ভ্রমণ সংস্থার প্রাক্তন কর্মী দেবাশিস চট্টোপাধ্যায়। করোনাকালে, দু’-দুবার চাকরি খুইয়েছেন। করোনাকাল যে কতটা ভয়ানক? তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। তিনিও অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে বাজেটের দিকে। 


গড়িয়ার মহামায়াতলার বাসিন্দা গৃহবধূ মাম্পি গোস্বামী। রান্নার গ্যাসে আরও ভর্তুকির দাবি করেছেন তিনি। মাম্পি জানালেন, ' পরিস্থিতি এমন হয়েছে, অন্য খরচে কাঁটছাঁট করতে হচ্ছে। যদি রান্নার গ্যাসের দাম কমে, খুব সুবিধে হয়।' বেসরকারি সংস্থার কর্মী গড়িয়ার বাসিন্দা অমিত রায় চান ফ্ল্যাট কিনতে। তাই গৃহঋণে সুদ কমানোর দাবি তুলেছেন তিনি। অমিত রায় জানালেন, ' ইনক্রিমেন্ট হয়নি। গৃহঋণে সুবিধে দেয়, আরও সুদ কমলে আমার মত মানুষের সুবিধে হবে।' 

বেসরকারি পরিবহণ ব্যবসায়ী প্রদীপনারায়ণ বসু। তাঁর দাবি, করোনাকালে পরিবহণ ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি চান, কেন্দ্রীয় বাজেটে বেসরকারি পরিবহণ খাতে দেওয়া হোক আর্থিক প্যাকেজ। প্রদীপবাবু জানালেন, পরিবহণ ব্যবসাকে বাঁচাতে আর্থিক প্যাকেজ চাই। দু’বছরের মেয়াদ বাড়ানো দরকার। আর, ডিজেলের ভর্তুকি।' শেষপর্যন্ত প্রত্যাশাপূরণ কি হবে? মঙ্গলবারের বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষ৷