নয়াদিল্লি :  বাজেট কি হবে জনমোহিনী ? এই প্রশ্নের উত্তর অনেকটাই লুকিয়ে থাকে এই চ্যাপ্টারটির উপর । কর বা ট্যাক্স। এদিকেই মূল চোখ থাকে আম-আদমির। নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman ) ঘোষণা করলেন , এবারও বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।এছাড়া আর যা যা ঘোষণা করলেন অর্থমন্ত্রী তা হল - 



  • ‘আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি’

  • ‘করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর’

  • ‘এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন’

  • ‘কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে’

  • ‘বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে’

  • ‘কো-অপারেটিভ ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল’

  • ' করব্যবস্থাকে সহজ করার চেষ্টা করছি '

  • ' সার চার্জ কমানো হচ্ছে গ্লোবাল ট্রানস্যাকশনের উপর । ' 

  • ' স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যায়কে বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না।  ' 

  • জিএসটি-তে বিরাট উন্নতি সরকার করতে পেরেছে।

  • জিএসটির চ্যালেঞ্জ কাটানো সম্ভব হয়েছে। সম্পূর্ণ তথ্য প্রযুক্তি দ্বারা চালিত ব্যবস্থা শুরু করা গিয়েছে। 

  • Gross GST Collection জানুয়ারি ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয়

  • এসইজেড - ক্ষেত্রে কিছু সংষ্কার দরকার। পুরোটাই এবার হবে প্রযুক্তি দ্বারা চালিত।