নয়াদিল্লি: অতিমারির (COVID Pandemic) তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাজেট ঘিরে প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের। তার প্রভাব দেখা গেল সেনসেক্সেও (Sensex)। মঙ্গলবার সকালে বাজার খোলার মুহূর্তের মধ্যেই সেনসেক্স ৫৯০.০২ পয়েন্ট উপরে চলে যায়। অর্থাৎ দিনের শুরুতেই ১.০২ শতাংশ বৃদ্ধি ঘটে সেনসেক্সের। তাতে সেনসেক্স পৌঁছয় ৫৮ হাজার ৬০৪.১৯-এ। ১৮৯ পয়েন্ট বৃদ্ধিতে নিফটি (Nifty) ছিল ১৭ হাজার ৫২৯-এ।


নিফটি-র হিসেব অনুযায়ী মঙ্গলবার সকালে ৫০টির মধ্যে ৪২টি শেয়ার অত্যন্ত ভাল ব্যবসা করছে। শুধু মাত্র আটটির বাজার নিম্নমুখী।  ব্যাঙ্কের নিফটি ৫৭০ পয়েন্ট উপরে রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কের নিফটি রয়েছে ৩৮ হাজার ৫০০-তে। এর মধ্যে ১১টির শেয়াররে বাজারদর ঊর্ধ্বমুখী।


এ দিন শেয়ারবাজারে আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্কস, ইনফোসিস, ব্রিটানিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্কের বাজার দর সবচেয়ে চাঙ্গা রয়েছে। বিপিএল, ওএনজিসি, টাটা মোটর্স, আইওসি এবং পাওয়ার গ্রিডের বাজারদর নিম্নমুখী।



আরও পড়ুন: Union Budget 2022: রেলের জন্য বাড়বে বরাদ্দ! দিল্লি থেকে হাওড়া বুলেট ট্রেন, বাজেটে একাধিক ঘোষণার সম্ভাবনা


সোমবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ করেছে কেন্দ্র। অতিমারির প্রকোপ কাটিয়ে উঠতে এ বারের বাজেট ঘিরে প্রত্যাশাও বেশি। শেয়ারবাজারের সিকিয়োরিটি ট্র্যানজ্যাকশন অর্থাৎ এসটিটি-তে ছাড় মিলবে বলে আশাবাদী শেয়ার বাজারের কারবারিরা। বিনিয়োগ বাড়াতেও সরকারের তরফে সাহায্য পাওয়ার আশা করছেন তাঁরা। ক্যাপিটাল গেইমন ট্যাক্সের উপরও ছাড়ের আশা করছেন সকলে। 


২০২২-'২৩ অর্থবর্ষে ৮ থেকে ৮.৫ শতাংশ অভ্যন্তরীণ উপাদন বৃদ্ধির  লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র। অতিমারি উত্তর পর্বে তা আশা জোগাচ্ছে শেয়ার ব্য়বসায়ীদের। ২০২০-'২১ অর্থবর্ষে ৭.৩ শতাংশ সংকোচন ঘটেছিল অর্থনীতির। তা থেকে খুব শীঘ্র মুক্তি মিলবে বলে আশাবাদী তাঁরা। বাজেটের দিন বাজার ঊর্ধ্বমুখী থাকাকে তাই ইতিবাচক ইঙ্গিত বলেই ধরা হচ্ছে।